‘ভাংরা’ ড্যান্সে গেইলের আইপিএল উদযাপন

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৬:০৫ পিএম, ০১ ফেব্রুয়ারি ২০১৮

আইপিএলের নিলামে অবিক্রিতই থেকে যাচ্ছেন ক্রিস গেইল। দু’বার নিলামে অবিক্রিত থাকার পর শেষবারে এসে তাকে ভিত্তিমূল্যে কিনে নিলো কিংস ইলেভেন পাঞ্জাব।

আইপিএলের নিলাম হয়তো খুব নজরে রাখছিলেন গেইল। নিজেও হয়তো হতাশ হচ্ছিলেন একের পর এক নাম ওঠার পরও অবিক্রিত থাকার কারণে। শেষ পর্যন্ত যখন কিংস ইলেভেন পাঞ্জাব তাকে কিনে নিলো, বিষয়টা বেশ উদযাপন করেছেন ক্যারিবীয় এই ব্যাটিং দানব। রীতিমত পাঞ্জাবি শিখদের ‘ভাঙরা’ ড্যান্সে মেতে ওঠেন গেইল। জানিয়ে দিলেন, আইপিএলে দল পেয়ে কতটা খুশি তিনি।

অনুশীলনের মাঝেই জাতীয় দলের সতীর্থ আন্দ্রে রাসেলের সঙ্গে মজায় মেতে ওঠেন গেইল। সেই ভিডিও আবার ইনস্টাগ্রামেও পোস্ট করলেন তিনি। সেখানে দেখা যাচ্ছে, ড্যান্সের শুরুটা করেছিলেন রাসেল। এরপর সেই দলে যোগ দেন গেইল। আন্দ্রে রাসেল খেলবেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে। কেকেআর তাকে আগেই দলে রেখে দিয়েছিল। আইপিএলে দু’জন লড়বেন পরস্পরের বিরুদ্ধে। গেইল তো বলেই ফেললেন, ‘এই নাইট রাইডার্স প্লেয়ার পঞ্জাব ম্যানকে থামাতে পারবে না।’

সদ্য সমাপ্ত বাংলাদেশ প্রিমিয়র লিগে (বিপিএল) ৬৯ বলে ১৬৮ রানের বিস্ফোরক ইনিংস দেখা গিয়েছে গেইলের ব্যাট থেকে। ফাইনালে তিনি একাই হারিয়ে দিয়েছেন ঢাকা ডায়নামাইটসকে। জিতিয়েছেন রংপুর রাইডার্সকে। কেকেআরের হয়েই ২০০৮ সালে আইপিএলে অভিষেক হয়েছিল গেইলের। নামের পাশে রয়েছে দ্রুততম টি-টোয়েন্টি সেঞ্চুরি। মাত্র ৩০ বলে সেঞ্চুরি করেছিলেন বেঙ্গালুরুর হয়ে। এই টুর্নামেন্টে সর্বোচ্চ ছক্কা হাঁকানোর রেকর্ডও তার।

আইএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।