জবাব দিচ্ছে শ্রীলঙ্কাও

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৫১ পিএম, ০১ ফেব্রুয়ারি ২০১৮

চট্টগ্রাম টেস্টে ক্যাচ ড্রপ আর ফিল্ডিং মিসের মাশুলটা কড়ায় গন্ডায় দিতে হচ্ছে বাংলাদেশকে। প্রাপ্ত সুযোগকে কাজে লাগিয়ে দুর্দান্ত এক সেঞ্চুরি তুলে নিয়েছেন শ্রীলঙ্কার ধনঞ্জয়া ডি সিলভা। ধীরে ধীরে কুশল মেন্ডিসও এগিয়ে যাচ্ছেন সেঞ্চুরির দিকে। দ্বিতীয় দিন শেষে লঙ্কানরা তুলেছে ১ উইকেটে ১৮৭ রান।

ক্যারিয়ারের চতুর্থ টেস্ট সেঞ্চুরি তুলে নিয়েছেন ধনঞ্জয়া। ১২২ বল মোকাবেলায় সেঞ্চুরি পূরণ করেন তিনি। ১২৭ বলে ১৫ বাউন্ডারিতে ১০৪ রানে অপরাজিত আছেন ডানহাতি এই ব্যাটসম্যান। সঙ্গে ৮৩ রান নিয়ে ব্যাট করছেন কুশল মেন্ডিস।

বাংলাদেশি বোলারদের হতাশার দিনে একটি মাত্র উইকেট নিয়েছেন মেহেদী হাসান মিরাজ। শ্রীলঙ্কার বোর্ডে কোনো রান না উঠতেই দিমুথ করুণারত্নে ফেরার পর মেন্ডিস-ধনঞ্জয়া জুটি অবিচ্ছন্ন ১৮৭ রানে।

এর আগে, মুমিনুল হকের ১৭৬ রানের দুর্দান্ত ইনিংসে ভর করে ৫১৩ রানে অলআউট হয় বাংলাদেশ। মুশফিকুর রহীম ৯২ আর তামিম ইকবাল করেন ৫২ রান। পরে লেজের ব্যাটসম্যানদের নিয়ে দলকে পাঁচশ পার করে দেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। সঙ্গীর অভাবে তিনি অপরাজিত ছিলেন ৮৩ রানে।

শ্রীলঙ্কার পক্ষে ৩টি করে উইকেট নিয়েছেন সুরাঙ্গা লাকমল আর রঙ্গনা হেরাথ। ২টি উইকেট লাকসান সান্দিকানের।

এমএমআর/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।