না খেলেই তৃতীয় পাকিস্তান

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০২:২৯ পিএম, ০১ ফেব্রুয়ারি ২০১৮

ভারতের কাছে ২০৩ রানের লজ্জাজনক হারে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ফাইনালে খেলা হয়নি পাকিস্তানের। ফলে আজ (বৃহস্পতিবার) তৃতীয় স্থান নির্ধারণই ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামার কথা ছিল দলটির। তবে বৃষ্টির কারণে ম্যাচটি শেষ পর্যন্ত পরিত্যক্ত হয়েছে। এমনকি টসও হয়নি।

আর এতেই লাভ হয়েছে পাকিস্তানের। গ্রুপ পর্বে আফগানদের বিপক্ষে হারলেও আজকের ম্যাচ না খেলেই গ্রুপ পর্বে ভালো অবস্থানে থাকায় তৃতীয় হয়েই বিশ্বকাপ শেষ করেছে দলটি। আর গ্রুপ পর্বে পাকিস্তান, শ্রীলঙ্কার পর শেষ আটে স্বাগতিক নিউজিল্যান্ডকে হারানো আফগানিস্তান হয়েছে চতুর্থ। দক্ষিণ আফ্রিকার কাছে হেরে ষষ্ঠ হয়েছে বাংলাদেশ দল। আর পঞ্চম দক্ষিণ আফ্রিকা।

এদিকে পাকিস্তানকে হারানো ভারত ও আফগানিস্তানদের বিপক্ষে জয় পাওয়া অস্ট্রেলিয়া আগামীকাল (শনিবার) শিরোপার লড়াইয়ে মাঠে নামবে।

এমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।