দারুণ ব্যাটিংয়ে মুমিনুলের ১৫০

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৪:০৯ পিএম, ৩১ জানুয়ারি ২০১৮

তিনি বড় ইনিংস খেলতে পারেন, এটা সবারই জানা। ক্যারিয়ারের শুরু থেকেই বাংলাদেশ টেস্ট দলের ভরসার প্রতিমূর্তি হয়ে আছেন মুমিনুল হক। মধ্যে কয়েকদিন খারাপ সময় গেছে। চন্ডিকা হাথুরুসিংহের আমলে তো দল থেকে বাদও পড়ে গিয়েছিলেন।

সাবেক এ কোচের বর্তমান দল শ্রীলঙ্কাকে পেয়ে এবার বোধ হয় জবাব দেয়ার একটা জেদও কাজ করছিল মুমিনুলের। না হয়, সেঞ্চুরির পর ওমন লাফ দিয়ে উদযাপন করতে যাবেন কেন? বাঁহাতি এ ব্যাটসম্যানের ক্যারিয়ারে এর আগে সেঞ্চুরি আছে ৪টি। শান্ত স্বভাবের মুমিনুলকে ক্যারিয়ারসেরা ১৮১ রানের ইনিংস খেলার দিনেও বড় উদযাপন করতে দেখা যায়নি। এবার যেমন করলেন।

ফর্ম প্রমাণের দিনে মাত্র ৯৬ বলে সেঞ্চুরি তুলে নিয়েছেন মুমিনুল হক। তবে সেঞ্চুরির পরই দায়িত্ব শেষ মনে করেননি। ইনিংস বড় করার তাড়নাটা আগের মতোই আছে বাংলাদেশি ব্র্যাডমানের। পরের সময়টায় কোথায় আরও আগ্রাসী হবেন; উল্টো দেখেশুনে খেলতে দেখা গেছে তাকে। দেড়শ ছুঁয়েছেন ১৭০ বলে। অর্থাৎ সেঞ্চুরির পরের ৫০ রান নিতে তার খরচা ৭৪টি বল।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৭৮.৪ ওভারে ২ উইকেটে ৩২৭ রান। মুমিনুল ১৫০ আর মুশফিক অপরাজিত আছেন ৮০ রানে।

এমএমআর/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।