মুশফিকের ১৯তম হাফ সেঞ্চুরি

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৩:১৩ পিএম, ৩১ জানুয়ারি ২০১৮

তামিম-মুমিনুল অনেকটা ওয়ানডে স্টাইলে ব্যাট করে একজন হাফ সেঞ্চুরি ও আরেকজন সেঞ্চুরি তুলে নিলেও মুশফিক টেস্ট খেললেন টেস্টের মত করেই। ১২১ বলে চার চারে ক্যারিয়ারের উনিশতম হাফ সেঞ্চুরি তুলে নিলেন এই উইকেট রক্ষক ব্যাটসম্যান। সান্দাকানের বলে ১ রান নিয়ে হাফ সেঞ্চুরি পূরণ করে এই তারকা।

এর আগে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম ব্যাটসম্যান হিসেবে টেস্টে হাজার রানের মাইলফলক স্পর্শ করেন মুশফিক। মাইলফলক স্পর্শ করতে মাত্র ২ রান দূরে ছিলেন মুশফিক। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট খেলতে নেমে সেই সুযোগ হাতছাড়া করেননি টাইগারদের সাবেক এই অধিনায়ক।

এদিকে মুশফিকের আগে এ ম্যাচে ঝড়ো হাফ সেঞ্চুরি করেন ওপেনার তামিম ইকবাল। ৪৬ বলে ৬ চার ১ ছয়ে হাফ সেঞ্চুরি তুলে নেন বাঁ-হাতি এই ওপেনার। আর মুমিনুল সেঞ্চুরি করেন ৯৬ বলে।

এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।