বিশ্বকাপে ষষ্ঠ বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:৩৮ পিএম, ৩১ জানুয়ারি ২০১৮

ইংল্যান্ডের বিপক্ষে জিতে পঞ্চম হওয়ার সম্ভাবনা জাগিয়ে রেখেছিল বাংলাদেশের যুবারা। তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্যাটিং ব্যর্থতায় শেষ পর্যন্ত ৮ উইকেটে হেরে ষষ্ঠ হয়েই বিশ্বকাপ শেষ করলো সাইফবাহিনী।

টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। মাত্র ৩৩ রানেই সাজঘরে ফিরে যান প্রথমসারির ৫ ব্যাটসম্যান। খাদের কিনারা থেকে দলকে উদ্ধার করেন আফিফ ও শাকিল হোসেন। দুইজনে মিলে ষষ্ঠ উইকেটে গড়েন ৯৬ রানের জুটি।

শেষ পর্যন্ত আফিফ ৬৩ ও শাকিল ৬১ রানে ফিরলে বাংলাদেশের ইনিংস থামে ১৭৮ রানে। বাকি ব্যাটসম্যানদের মধ্যে টিপু সুলতানের ১৮ আর কাজী অনিকের ১৩ রান ছাড়া দুই অঙ্কের ঘরেই নেই কোনো স্কোর।

জবাবে ব্যাট করতে নেমে অধিনায়ক রায়নার্ড ফন টনডার ও হারমান রফেলসের ব্যাটে ভর করে জয়ের বন্দরে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা। অধিনায়ক টনডার ৮২ ও রফেস ৪৪ রানে অপরাজিত থাকেন। মাঝে জিভেশান পিল্লাই ১২ আর ম্যাথু ব্রিটজকে ৩৬ রানে ফেরেন। বাংলাদেশের পক্ষে একটি করে উইকেট নিয়েছেন হাসান মাহমুদ ও টিপু সুলতান।

এমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।