বিশ্বকাপে ইংল্যান্ডকে হারাল বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১১:১৭ এএম, ২৮ জানুয়ারি ২০১৮

ভারতের কাছে হেরে শেষ চারে খেলার স্বপ্ন শেষ হয়ে গেলেও পঞ্চম স্থান নির্ধারণী প্লে অফের ম্যাচে জ্বলে উঠলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। আফিফ হোসেনের অলরাউন্ড নৈপুণ্যে ইংল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে সাইফবাহিনী। ইংলিশদের গড়া ২১৬ রানের জবাবে ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ

নিউজিল্যান্ডের কুইন্সটাউনে টসে জিতে ব্যাট করতে নেমে দলীয় ১৭ রানেই সাজঘরে ফিরে যান টম বেনটন। দ্বিতীয় উইকেটে অধিনায়ক হ্যারি ব্রুক ও লিয়াম ব্যাংকস ১২৬ রানের জুটি গড়ে ইংল্যান্ডকে বড় স্কোরের স্বপ্ন দেখান। তবে ব্যাংকস ৭৪ ও ব্রুক ৬৬ রানে বিদায়ের পর খেই হারিয়ে ফেলে ইংলিশরা।

এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারানো ইংল্যান্ড শেষ পর্যন্ত ২১৬ রানের পুঁজি পায়। বাংলাদেশের পক্ষে আফিফ হোসেন ও হাসান মাহমুদ ৩টি করে উইকেট নেন। এছাড়া কাজী অনিক নেন ২টি উইকেট।

ইংল্যান্ডের দেওয়া ২১৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে আফিফ হোসেনের ৭১ ও অধিনায়ক সাইফের ৫৯ রানের উপর ভর করে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশের যুবারা। এছাড়া আমিনুল করেন ২০ রান ও মোহাম্মদ রাকিব ২৮ রানে অপরাজিত থাকেন।

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।