ব্যাটিংয়ে তামিম, বোলিংয়ে সেরা থিসারা

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৯:১৮ পিএম, ২৭ জানুয়ারি ২০১৮

ত্রিদেশীয় সিরিজের শুরুতে দলের পারফরম্যান্স ভালো ছিল, ভালো করেছেন বাংলাদেশের ক্রিকেটাররাও। ব্যাটিং-বোলিংয়ে দ্যুতি ছড়িয়েছেন তামিম-সাকিবরা। শেষ দুই ম্যাচের পারফরম্যান্স যেন অর্জনের এ খাতাটা শুন্য করে দিয়ে গেছে।

তবে একরাশ হতাশা নিয়ে সিরিজ শেষ করলেও ব্যাটিং-বোলিংয়ের সেরা পাঁচের তালিকায় বাংলাদেশিদের জয়জয়কার। তিন দলের সিরিজে সবচেয়ে বেশি খেলোয়াড় সেরা পাঁচে জায়গা পেয়েছেন বাংলাদেশেরই।

সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষস্থানটি বাংলাদেশের তামিম ইকবালের। বাঁহাতি এ ওপেনার ৫ ম্যাচে ৬৩ গড়ে করেছেন ২৫২ রান। হাফসেঞ্চুরি ৩টি। সর্বোচ্চ অপরাজিত ৮৪।

দ্বিতীয় অবস্থানে আছেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা। ৪ ম্যাচে ৬০.৩৩ গড়ে ১৮১ রান করেছেন তিনি। হাফসেঞ্চুরি ২টি। তিন নাম্বারে আবারও বাংলাদেশের একজন, সাকিব আল হাসান। বিশ্বসেরা এ অলরাউন্ডার ৫ ম্যাচে ৪০.৭৫ গড়ে করেছেন ১৬৩ রান। হাফসেঞ্চুরি ২টি।

ব্যাটসম্যানদের তালিকায় চতুর্থ ও পঞ্চম স্থানটি শ্রীলঙ্কার উপুল থারাঙ্গা আর দিনেশ চান্দিমালের। থারাঙ্গা ৫ ম্যাচে ৩৭ গড়ে ১৪৮ রান করেছেন। চান্দিমাল সমান ম্যাচে ৪৮.৩৩ গড়ে করেছেন ১৪৫ রান।

বোলারদের মধ্যে সবার ওপরে থেকে শেষ করেছেন শ্রীলঙ্কার অলরাউন্ডার থিসারা পেরেরা। ৫ ম্যাচে ১১ উইকেট নিয়েছেন তিনি। এরপর দুই, তিন আর চার নাম্বার স্থানটি বাংলাদেশিদের দখলে।

৫ ম্যাচে ৯ উইকেট নিয়ে রুবেল হোসেন দুইয়ে। সমান ম্যাচে সাকিব আল হাসানের ৯ আর মোস্তাফিজুর রহমানের ৭ উইকেট। ৪ ম্যাচে ৬ উইকেট নিয়ে এ তালিকায় পঞ্চম অবস্থানে জিম্বাবুয়ের পেসার টেন্ডাই চাতারা।

এমএমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।