ফাইনালসেরা থারাঙ্গা, টুর্নামেন্টসেরা থিসারা

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৮:১১ পিএম, ২৭ জানুয়ারি ২০১৮

এত ভালো শুরুর পর টুর্নামেন্টের শেষটায় এসে একরাশ হতাশা বাংলাদেশের। ফাইনালে যে শ্রীলঙ্কার কাছে পাত্তাই পেল না মাশরাফি বিন মর্তুজার দল। শিরোপা জেতা লঙ্কানরা ট্রফির সঙ্গে বাকি দুটি বড় পুরস্কারও তাই নিজেদের ঝুড়িতে পুরেছে। ফাইনালে ম্যাচসেরা হয়েছেন দলটির ওপেনার উপুল থারাঙ্গা আর টুর্নামেন্টসেরা অলরাউন্ডার থিসারা পেরেরা।

ফাইনালে ৫৬ রানের এক ইনিংস খেলেও ম্যাচসেরা হয়ে গেছেন উপুল থারাঙ্গা। দল না জেতায় বাংলাদেশের মাহমুদউল্লাহ রিয়াদের ৭৬ রানের ইনিংসটি গেছে বিফলে।

টুর্নামেন্টে ৫ ম্যাচে ১৪৪ রানের সঙ্গে সর্বোচ্চ ১১ উইকেট নিয়ে সিরিজসেরা হয়েছেন থিসারা পেরেরা। অথচ সাকিব আল হাসানেরও নামের পাশে ৯ উইকেট ছিল। রান তো পেরেরার চেয়েও বেশি, ১৬৩। দল না জিতলে তো সবই বৃথা!

এমএমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।