১৯৭ রানের লক্ষ্যে ব্যাট করছে অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০২:৫৩ পিএম, ২৬ জানুয়ারি ২০১৮

সিরিজ জয় নিশ্চিত হয়ে গেছে আগেই। তবে চতুর্থ ওয়ানডেতে খুব একটা সুবিধা করতে পারলো না ইংল্যান্ড। অসিদের বোলিং তোপে ১৯৬ রানেই শেষ হয়ে গেছে সফরকারীদের ইনিংস। জবাবে এখন ব্যাট করছে স্বাগতিক অস্ট্রেলিয়া। স্বাগতিকদের এখন পর্যন্ত সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ৮৭ রান।

অ্যাডিলেইডে টস হেরে ব্যাট করতে নেমে হ্যাজেলহুড ও কামিন্সের বোলিং তোপে পরে ৮ রান তুলতেই প্রথমসারির পাঁচ ব্যাটসম্যান সাজঘরে ফিরে যায়। দুই ওপেনার জেসন রয় ও জনি বেয়ারস্টো সাজঘরে ফেরেন কোন রান না করেই। অ্যালেক্স হেলস ৩ রান করে প্যাট কামিন্সের বলে বোল্ড হন। দলকে বিপদে ফেলে কোন রান না করেই সাজঘরে ফেরেন জো রুট ও অ্যালেক্স হেলস।

ষষ্ঠ উইকেটে অধিনায়ক মরগান ও মইন আলী ৫৩ রানের জুটি গড়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন। তবে ৩৩ রান করে ক্যামিন্সের বলে সাজঘরে ফেরেন মরগান। অধিনায়কের বিদায়ের পর দলের হাল ধরেন ক্রিস ওকস। প্রথমে মঈন আলিকে সঙ্গে নিয়ে ৫১ পরে টম কুরানকে সঙ্গে নিয়ে ৬০ রানের জুটি গড়েন ওকস। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে আসে ৭৮ রান। আর শেষ দিকে টম কুরানের ৩৫ রানের উপর ভর করে ১৯৬ রান তুলতে সক্ষম হয় ইংলিশরা।

এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।