পদ্মভূষণ পেলেন ধোনি

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০২:২৬ পিএম, ২৬ জানুয়ারি ২০১৮

পদ্মভূষণ সম্মানের জন্য নির্বাচিত হলেন ভারতীয় ক্রিকেটের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। দেশটির এগারতম ক্রিকেটার হিসেবে ভারতের তৃতীয় সর্বোচ্চ অসামরিক ক্যাপ্টেন কুল খ্যাত সাবেক এই অধিনায়ক।

ভারতের প্রজাতন্ত্র দিবসের আগে দেশটির কেন্দ্রীয় সরকারের প্রকাশিত তালিকায় ধোনি ছাড়াও পদ্মভূষণ পাচ্ছেন স্নুকারে দুই ফরম্যাটে বিশ্বসেরা পঙ্কজ আদভানি।

২০১৫ সালে টেস্ট ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন ধোনি। তবে এখনও রঙ্গিন পোশাকে দুই ফরম্যাট ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলে যাচ্ছেন। তার নেতৃত্বেই ২৮ বছর পর ওয়ানডে বিশ্বকাপের শিরোপা জেতে ভারত।

এর আগে ২০০৭ সালে প্রথম টি-টোয়েন্টি আসরের বিশ্বকাপ ঘরে তোলে তার নেতৃত্বেই। টেস্ট ক্রিকেটেও নিজ দেশকে নেতৃত্ব দিয়ে শীর্ষে নিয়েছিলেন এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান।

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।