শুরুতেই চাপে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০১:১২ পিএম, ২৫ জানুয়ারি ২০১৮

সাকিব-তামিমের দ্রুত বিদায়ের পর সবাই তাকিয়ে ছিল মুশফিক ও মাহমুদউল্লাহ জুটির দিকে। তবে সবাইকে হতাশ করে সাজঘরে ফিরে গেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। লাকমলের বলে চামেরাকে ক্যাচ দেন রিয়াদ। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে আসে মাত্র ৭ রান।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১২ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ৪২ রান। মুশফিক ১০ রান নিয়ে ব্যাট করছে। নতুন ব্যাটসম্যান হিসেবে উইকেটে এসেছেন সাব্বির রহমান।

টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই বিদায় নেন বিজয়। ঘরোয়া লিগে দুর্দান্ত পারফরমেন্স করে আবার জাতীয় দলে ফেরা বিজয় টানা চতুর্থ ম্যাচেও ব্যর্থতার বৃত্তেই বন্দি হন। সাজঘরে ফিরে গেছেন কোন রান না করেই।

দ্বিতীয় উইকেটে ব্যাট করতে এসে শুরু থেকে আক্রমণাত্মক হয়ে খেলতে থাকে সাকিব। তবে খুব বেশি সময় উইকেটে থাকতে পারেননি। সুরঙ্গা লাকমলের বল ব্যাকওয়ার্ড পয়েন্টে ঠেলে দিয়ে রান নিতে ছুটেন তামিম ইকবাল। একটু দেরিতে সাড়া দিয়ে ছুটেন সাকিব। গুনাথিলাকার থ্রু সরাসরি স্ট্যাম্পে লাগলে দুই চারে ৮ রানেই থামে সাকিবের ইনিংস।

সাকিবের পর দ্রুত বিদায় নেন তামিমও। সুরঙ্গা লাকমলের অফ স্টাম্পের বাইরের একটু লাফিয়ে উঠা বল তামিম ঠিক মতো খেলতে পারেননি। ব্যকওয়ার্ড পয়েন্ট থেকে খানিকটা দৌড়ে ঝাঁপিয়ে দুই হাতে ক্যাচ মুঠোয় নেন গুনাথিলাকা।

আগেই টানা তিন ম্যাচ জিতে এরই মধ্যে ফাইনাল নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের। দুই দলের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ১৬৩ রানে হারায় বাংলাদেশ। তাই টাইগারদের সামনে আজ বড় সুযোগ শ্রীলঙ্কাকে টানা দ্বিতীয় ম্যাচ হারানোর। এদিকে এ ম্যাচে সানজামুলের পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন আবুল হাসান রাজু।

বাংলাদেশের ঠিক বিপরীত অবস্থানে শ্রীলঙ্কা। স্বাগতিকদের বিপক্ষে জিতলে ফাইনালে খেলবে তারা। অবশ্য কম ব্যবধানে হারলেও স্বাগতিকদের সঙ্গে ফাইনালে খেলার সুযোগ থাকবে দলটির। লঙ্কানদের দলে দুটি পরিবর্তন এসেছে। কুশল পেরেরার পরিবর্তে দানুষ্কা গুনাথিকালা ও প্রদীপের জায়গায় চামেরা জায়গা পেয়েছেন।

বাংলাদেশ দল : তামিম ইকবাল, এনামুল হক বিজয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, নাসির হোসেন, মাশরাফি বিন মর্তুজা, আবুল হাসান রাজু, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন।

শ্রীলঙ্কা একাদশ : উপল থারাঙ্গা, দানুষ্কা গুনাথিকালা, দীনেশ চান্ডিমাল, ডিকভেলা, কুশল মেন্ডিস, আসলে গুনারত্নে, থিসারা পেরেরা, আকিলা ধনঞ্জয়া, সুরাঙ্গা লাকমল, লাকশান সান্দাকান, চামেরা।

এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।