হেরে বাংলাদেশের জয় কামনা জিম্বাবুয়ের

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৩১ পিএম, ২৩ জানুয়ারি ২০১৮

জয় পেলে ফাইনাল মোটামুটি নিশ্চিত হয়ে যেতো। বাংলাদেশের কাছে হারের আগ পর্যন্ত পয়েন্ট তালিকার দুই নাম্বারে ছিল জিম্বাবুয়ে। বড় হারে রানরেটের হিসেবে পেছনে চলে গেছে তারা। এখন শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের জয় কামনা করছে গ্রায়েম ক্রেমারের দল।

মিরপুরে আজ ত্রিদেশীয় সিরিজের ম্যাচে ২১৬ রানের পুঁজি নিয়েও জিম্বাবুয়েকে ৯১ রানে হারিয়ে দিয়েছে বাংলাদেশ। মাশরাফি বিন মর্তুজার দলের ফাইনাল তো আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল। এখন শুধু তাদের সঙ্গী পাওয়ার অপেক্ষা।

জিম্বাবুয়ের জয় একটি, শ্রীলঙ্কারও একটি। শেষ ম্যাচে বাংলাদেশের কাছে হারলে জিম্বাবুয়ের মতোই ৪ পয়েন্ট নিয়ে শেষ করবে লঙ্কানরা। সেক্ষেত্রে বিবেচনায় আসবে রানরেট। রানরেটে এখন পিছিয়ে জিম্বাবুয়ে (-১.০৮৭)। শ্রীলঙ্কা তাদের ওপরে (-০.৯৮৯)।

তবে শেষ ম্যাচে বাংলাদেশের কাছে শ্রীলঙ্কা বড় ব্যবধানে হারলে রানরেট কমে যাবে তাদেরও। সেক্ষেত্রে সমান জয় নিয়ে ফাইনালে উঠার সুযোগ থাকবে জিম্বাবুয়ের। এখন তারা সেই আশাতেই।

বাংলাদেশের বিপক্ষে ম্যাচের পর জিম্বাবুয়ে দলের প্রতিনিধি হয়ে আসা কাইল জারভিস সেই আশার কথাই শোনালেন। কামনা করলেন টাইগারদের জয়, 'এখন এটা রানরেটের ওপর। আশা করছি বাংলাদেশ আগামী ম্যাচে আমাদের কিছু সাহায্য করবে। আমাদের অবশ্য অন্যের দিকে তাকিয়ে থাকা ঠিক হয়নি। আমাদের উচিত ছিল নিজেদেরই এটা করা। আগামী ম্যাচের জন্য আমরা বাংলাদেশকে শুভকামনা জানাচ্ছি।'

এমএমআর/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।