৩০০ রানের কথা ভেবেই ব্যাটিং নিয়েছিলেন মাশরাফি

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৪৮ পিএম, ২৩ জানুয়ারি ২০১৮

টসে জিতে ব্যাটিং বেছে নিয়েছিলেন মাশরাফি বিন মর্তুজা। অধিনায়কের সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করে দারুণ ব্যাটিং করছিলেন তামিম ইকবাল আর সাকিব আল হাসান। এরপরই ছন্দপতন। ২ উইকেটে ১৪৭ রান তুলে ফেলা বাংলাদেশ শেষ পর্যন্ত তুলতে পারলো ৯ উইকেটে ২১৬ রান।

পরে জিম্বাবুয়ের ব্যাটিং দেখে বোঝা গেল, এ উইকেট ব্যাটসম্যানদের নয়। অথচ টসে জিতে ব্যাটিং নেয়ার সময় নাকি এটাকে ২৮০-৩০০ রানের উইকেট ভেবেছিলেন মাশরাফিরা!

ম্যাচ পরবর্তী পুরস্কার বিতরণী মঞ্চে উঠে মাশরাফি জানালেন, শুরুতে এটাকে বড় রানের উইকেট ভেবেছিলেন তারা। তবে কঠিন হয়ে পড়া উইকেটে সাকিব-তামিম যেমন ব্যাটিং করেছেন তার প্রশংসা করতে ভুল করলেন না টাইগার দলপতি, 'আমরা ভেবেছিলাম, এটা ২৮০-৩০০ রানের উইকেট। কিন্তু এটা ব্যাটিংয়ের জন্য খুব কঠিন ছিল। তামিম আর সাকিব দুর্দান্ত খেলেছে। আমার মনে হয়, মধ্যের সময়ে আমরা অনেকগুলো উইকেট হারিয়ে ফেলেছি।'

এমএমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।