তামিমের টানা তৃতীয় হাফসেঞ্চুরি

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০১:৫৫ পিএম, ২৩ জানুয়ারি ২০১৮

ত্রিদেশীয় সিরিজে টানা তৃতীয় হাফ সেঞ্চুরির দেখা পেলেন টাইগার ওপেনার তামিম ইকবাল। সিকান্দার রাজার বলে এক রান নিয়ে ক্যারিয়ারের ৪১তম হাফসেঞ্চুরি তুলে নেন বাঁহাতি এই ওপেনার।

টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই বিজয় বিদায় নিলেও সাকিবকে সঙ্গে নিয়ে প্রাথমিক ধাক্কা সামাল দিয়ে ধীরে খেলতে থাকেন। সাকিবকে নিয়ে দ্বিতীয় উইকেটে ১০৬ রানের জুটি গড়েন এই ওপেনার। সাকিব ৫১ করে সাজঘরে ফিরলে তামিম ক্যারিয়ারের ৪১ তম ও সিরিজের টানা তৃতীয় হাফসেঞ্চুরি তুলে নেন। ৭৮ বলের এই ইনিংসে চারটি চার মারেন বাঁহাতি এই তারকা।

এদিকে হাফসেঞ্চুরির আগে নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন তামিম। জয়াসুরিয়াকে ছাড়িয়ে এক মাঠে ওয়ানডেতে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েন এই ওপেনার।

কলম্বোর আর প্রেমাদাসায় ৭০ ইনিংসে ২ হাজার ৫১৪ রান করেছিলেন জয়াসুরিয়া। লঙ্কান এই গ্রেটের রেকর্ড নিজের করে নিতে এই ম্যাচে ৪২ রান দরকার ছিল তামিমের। ২৪তম ওভারে এক রান নিয়ে জয়াসুরিয়াকে ছাড়িয়ে যান দেশসেরা এই ওপেনার।

এমআর/পিআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।