তামিমের কাছে রিল্যাক্সের কোনো সুযোগ নেই

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৫২ পিএম, ২২ জানুয়ারি ২০১৮

ত্রিদেশীয় সিরিজের প্রথম দুই ম্যাচে জয়ের কারণে বাংলাদেশের অর্জন ৮ পয়েন্ট। সঙ্গে যোগ হয়েছে আরও দুই পয়েন্ট। বোনাস হিসেবে। কারণ প্রথমটিতে জয় ৮ উইকেটে এবং পরেরটিতে জয় ১৬৩ রানের বিশাল ব্যবধানে। বোনাস পয়েন্ট পাওয়ার কারণে ফিরতি লেগের আগেই ফাইনাল নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের। পরের দুই ম্যাচে তাহলে বাংলাদেশ কিছুটা রিল্যাক্স নিয়ে খেলবে?

এমনটা যারা ভেবে নিয়েছে, তাদেরকে স্পষ্ট বার্তা পাঠিয়ে দিয়েছেন বাংলাদেশ দলের সিনিয়র ক্রিকেটার এবং অভিজ্ঞ ওপেনার তামিম ইকবাল। কিংবা গত কয়েকবছর ভালো খেলার কারণে নিজের মধ্যে এক ধরনের রিল্যাক্স ভাব চলে আসবে কি না তা নিয়েও সঙ্কার মধ্যে রয়েছেন তামিম। সুতরাং, কোনো ম্যাচকেই হালকাভাবে নিতে রাজি নন তিনি। প্রতিপক্ষ যেই হোক না কেন!

তামিম বলেন, ‘সত্যি কথা বলতে, আমি নিজে কখনও মনে করি না যে, কিছু করে ফেলেছি। রিল্যাক্সের ভাব এসে যাবে বা অন্য কিছু হবে তাতে। শেষ দুই-তিন বছর ভাল করেছি। আমি আমার চেষ্টা সবসময় একরকেই রেখেছি। মাইন্ডসেট সবসময় এক। মাইন্ডসেট সবসয় এক থাকুক, প্রসেস অব ব্যাটিং একই থাকবে সব সময়। ফাইনালি আমি সেটা করতে পারছি।’

নিজের অভিধান থেকে যেন রিল্যাক্স শব্দটাকেই শিফট+ডিলিট মেরে দিয়েছেন তামিম। তিনি নিজেই তেমন কথা জানিয়েছেন। তামিম বলেন, ‘একটা মিনিটও সম্ভব নয় আপনি রিল্যাক্স হয়ে ব্যাটিং করবেন। এটা বিশ্বাস করি, ক্রিকেট এমন একটা খেলা যেখানে শতভাগ দিলে ফেরত পাওয়া যায়। খারাপ ফর্ম, আমরা সবাই জানি এটা একটা সার্কেল। খারাপ ফর্ম থাকবেই। ফর্ম থাকলেও যতটা ভালো খেলা যায়।’

প্রথম দুই ম্যাচে তো ভালো খেলেছে বাংলাদেশ। যদি পরীক্ষা-নিরীক্ষার উদ্দেশ্যেও ভিন্ন একাদশ মাঠে নামায় বাংলাদেশ তাহলে কী হবে? তামিম এর জবাবে বললেন, ‘দেখুন, যখন সব কিছু ঠিক থাকে। আমার কাছে মনে হয় তখন সবচেয়ে বেশি দায়িত্ব নেওয়া উচিত। দল হিসেবে বা ব্যক্তিগতভাবেও (তাহলেই সব সময় সাফল্য আসবে)।’

আইএইচএস/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।