'সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে বাংলাদেশকেও হারানো সম্ভব'

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৭:২০ পিএম, ২২ জানুয়ারি ২০১৮

এই ধরণের কথা আগে বাংলাদেশ বলতো। প্রতিপক্ষ জিম্বাবুয়ে হলেও। জিম্বাবুয়েও তো একটা সময় বাংলাদেশের থেকে শক্তিমত্তায় যোজন যোজন ব্যবধানে এগিয়ে ছিল। এখন টাইগাররা তাদের গোনায় ধরে না। প্রতিপক্ষ দল বলে উঠে, সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে বাংলাদেশকেও হারানো সম্ভব।

কাল ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়ের শেষ ম্যাচ। যে ম্যাচটি জিততে পারলে ফাইনালে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে দলটির। তবে প্রথম দুই ম্যাচে যেভাবে দাপটে জিতেছে বাংলাদেশ, তাতে সেই সম্ভাবনার রাস্তা তৈরি করা তো কঠিনই হবে গ্রায়েম ক্রেমারের দলের।

দলের প্রতিনিধি হয়ে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে আসা পিটার মুর জানালেন, বাংলাদেশকেও হারাতে পারবেন, এমন বিশ্বাস আছে তাদের। মুর বলেন, 'আমরা জানি, আগামীকালের ম্যাচ আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এটা জিতলে আমাদের ফাইনালে উঠার একটা সুযোগ থাকবে। এখনও অবশ্য শ্রীলঙ্কা-বাংলাদেশের ম্যাচ বাকি। তবে সেটা তো আমাদের নিয়ন্ত্রণে নেই। আমার মনে হয়, আমরা নিজেদের যতটুকু সম্ভব, ততটুকু দেব।'

সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে ঘরের মাঠের শক্তিশালী বাংলাদেশকে হারানো সম্ভব, মনে করছেন মুর, 'আমরা আলাদা একটা মাইন্ডসেট আর আত্মবিশ্বাস নিয়ে নামব। কিভাবে সেটা পাব, সেটা বিস্তারিত বলতে চাই না। তবে আমার মনে হয়, আমরা খুবই আত্মবিশ্বাসী। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটা আমরা কিভাবে জিতেছি, সবাই দেখেছে। আমার মনে হয়, আমরা নিজেদের সামর্থ্য প্রমাণ করেছি। দেখিয়েছি কি করতে পারি। যদি আমরা সামর্থ্য অনুযায়ী খেলতে পারি, তবে আত্মবিশ্বাস আছে বাংলাদেশকে হারাতে পারব।'

এমএমআর/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।