'বোলাররা এখন কঠোর পরিশ্রম করছে'

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৪:২৩ পিএম, ২২ জানুয়ারি ২০১৮

দক্ষিণ আফ্রিকার পেস সহায়ক উইকেটেও মোস্তাফিজ-রুবেলদের তেমন ভালো করতে দেখা যায়নি। ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজে তারা ফিরেছেন স্বরূপে। প্রতিপক্ষ অপেক্ষাকৃত দুর্বল বলেই কি এখন ভালো করছেন বোলাররা? না। তামিম ইকবাল জানালেন, নিজেদের ফিরে পেতে গত কয়েক মাসে অসম্ভব কষ্ট করে চলেছেন তারা।

চন্ডিকা হাথুুরুসিংহে দায়িত্ব ছাড়ার পর বাংলাদেশ দলকে এখন দেখাশোনা করছেন খালেদ মাহমুদ সুজন, রিচার্ড হ্যালসল, কোর্টনি ওয়ালশরা। সবাই একসঙ্গে কাজ করছেন। বোলাররাও এখন আগের চেয়ে বেশি পরিশ্রম করছেন, জানিয়েছেন তামিম।

তবে কি হাথুরুর মেয়াদে বোলারদের নিয়ে অতটা কাজ করা হয়নি? তামিম তেমন না বললেও জানিয়েছেন, গত তিন-চার বছরের মধ্যে এখনই সবচেয়ে বেশি পরিশ্রম করছেন বোলাররা। দেশসেরা এই ওপেনার এজন্য কৃতিত্ব দিচ্ছেন পুরো কোচিং স্টাফকে।

তামিম বলেন, 'আমার কাছে মনে হয় কৃতিত্ব দিয়ে হবে কোচিং স্টাফকে। সুজন ভাই আছেন, রিচার্ড হ্যালসল আছেন, কোর্টনি ওয়ালশ আছেন। গত তিন চার বছরে পেস বোলারদের যত বোলিং করতে দেখি নি, আমার শেষ এক-দেড়মাসে অতটুকু বোলিং করতে দেখেছি। তারা কঠোর পরিশ্রম করছে। কোচরা তাদের যে প্ল্যান দিয়েছিল, তা পুরো কাজে লাগিয়েছে। প্রচণ্ড পরিশ্রম করেছে, প্রচুর কষ্ট করেছে।'

এমএমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।