ড্রেসিংরুমটা এখন অনেক ভারি : বিজয়

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৬:১৯ পিএম, ২১ জানুয়ারি ২০১৮

সিনিয়ররা পারফর্ম করছেন, জুনিয়ররা দেখে শিখছেন। একটি দলের বড় হয়ে উঠা তো এই রসায়নেই। বাংলাদেশ দলটা এখন এমন। বড় দলের সব লক্ষণই চলে আসছে আস্তে আস্তে। ড্রেসিংরুমে ঢুকে বাংলাদেশ দলটাকে এখন অনেক বড় মনে হয়, এমনটাই জানালেন দীর্ঘদিন পর ফেরা এনামুল হক বিজয়

ত্রিদেশীয় সিরিজের প্রথম দুই ম্যাচেই দাপুটে জয় বাংলাদেশের। জিম্বাবুয়ের বিপক্ষে ৮ উইকেটের জয়টা না হয় প্রত্যাশিতই ছিল। কিন্তু যে চন্ডিকা হাথুরুসিংহেকে নিয়ে ভয়; শ্রীলঙ্কা দলের কোচের দাযিত্ব নেয়ায় যাকে নিয়ে উদ্বিগ্ন ছিলেন টাইগার ভক্তরা। সেই দলটির বিপক্ষেই নিজেদের ইতিহাসের সবচেয়ে বড় জয় (১৬৩ রানের) তুলে নিয়েছে বাংলাদেশ

দীর্ঘ সময় পর দলে ফিরেছেন, ফিরেই এমন বিজয়ীর বেশে দলকে দেখতে কেমন লাগছে বিজয়ের? দল কি এখন একটু নির্ভার? টাইগার ওপেনারের উত্তর, 'জেতার পর সবারই ভালো লাগার বিষয় থাকে। অবশ্যই সবাই ভালো খেলছে। আমরা দল হিসেবে ভালো খেলতে পারছি। অবশ্যই একটা ভালো লাগার বিষয় থাকে। আর ভালো লাগার বিষয় যেখানে থাকে সেখানে একটু নির্ভার তো থাকেই।'

বাংলাদেশ এখন 'একটি দল' হয়ে খেলতে পারছে, মনে করছেন বিজয়। মাশরাফি, সাকিব, তামিমদের মতো সিনিয়রদের সঙ্গে মোস্তাফিজ, সাইফুদ্দিনের মতো তরুণরাও সমানভাবে পারফর্ম করছেন। ড্রেসিংরুমে ঢুকলেই এখন একটা ভালো লাগা কাজ করে, জানিয়েছেন বিজয়।

বর্তমান দলটিকে নিয়ে টাইগার এই ওপেনার বলেন, 'আমরা সবাই এখন টিম হিসেবে খেলছি। সবাই চেষ্টা করছে বাংলাদেশকে বড় জায়গায় নিয়ে যেতে। আমাদের দলে বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটার আছেন, যারা একা হাতে ম্যাচ জেতাতে পারেন। এছাড়া সবাই স্বাধীনতা নিয়ে খেলছে। তামিম ভাইয়ের ১১ হাজার রান, সাকিব ভাইয়ের ১০ হাজার, মুশফিক ভাইয়ের ৩০০ ম্যাচ, মাশরাফি ভাইয়ের নেতৃত্ব, রিয়াদ ভাইয়ের মতো দারুণ ফাইটার, মোস্তাফিজের মতো এ রকম একজন প্লেয়ার; ড্রেসিংরুমটা এখন অনেক ভারি। ড্রেসিংরুমে থাকলে মনে হয়, বাংলাদেশ এখন অনেক বড়।'

এমএমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।