টস জিতে ব্যাটিংয়ে জিম্বাবুয়ে

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১২:১০ পিএম, ২১ জানুয়ারি ২০১৮

জিতলেই ফাইনাল। এমন সমীকরণের ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন জিম্বাবুয়ের অধিনায়ক ক্রেমার। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ১২ টায়। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে জিটিভি ও বিটিভি।

নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে বড় ব্যবধানে হারলেও দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জয় তুলে নেয় জিম্বাবুয়ে। এদিকে জিম্বাবুয়ের পর বাংলাদেশের কাছেও হেরে যায় হাথুরুর শিষ্যরা। তাই এ ম্যাচে জয়ের কোন বিকল্প নেই দলটির।

এ ম্যাচেও একটি পরিবর্তন এসেছে লংকান দলে। লাকশান সান্দাকান একাদশে এসেছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। আর হ্যামস্ট্রিং ইনজুরিতে চোটে আক্রান্ত হওয়া ম্যাথিউজের পরিবর্তে এ ম্যাচেও অধিনায়কত্ব করছেন চান্দিমাল।

শ্রীলঙ্কা একাদশ
উপল থারাঙ্গা, কুশল পেরেরা, দীনেশ চান্ডিমাল, ডিকভেলা, কুশল মেন্ডিস, আসলে গুনারত্নে, থিসারা পেরেরা, আকিলা ধনঞ্জয়া, সুরাঙ্গা লাকমল, লাকশান সান্দাকান, নুয়ান প্রদীপ।

জিম্বাবুয়ে একাদশ
হ্যামিল্টন মাসাকাদজা, সলোমন মিরে, ক্রেইগ আরভিন, ব্রেন্ডন টেলর, সিকান্দার রাজা, পিটার মুর, ম্যালকম ওয়ালার, গ্রায়েম ক্রেমার (অধিনায়ক), ব্লেসিং মুজারাবানি, টেন্ডাই চাতারা, কাইল জার্ভিস।

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।