পুরো ত্রিদেশীয় সিরিজেই খেলা হচ্ছে না ইমরুলের

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৮:৫৭ পিএম, ১৯ জানুয়ারি ২০১৮

ত্রিদেশীয় সিরিজের প্রথম দুই ওয়ানডের জন্য ১৬ সদস্যের দল ছিল বাংলাদেশের। পরের ম্যাচগুলোর জন্য এই সদস্যসংখ্যা কমে ১৫ জন হচ্ছে। এখনও আনুষ্ঠানিকভাবে দল ঘোষণা হয়নি। তবে বাংলাদেশ দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জাগোনিউজকে জানিয়েছেন, ইমরুল কায়েস থাকছেন না পরের ম্যাচগুলোতে।

ত্রিদেশীয় সিরিজে দুটি ম্যাচ খেলে ফেলেছে বাংলাদেশ। ফাইনালে খেললে সব মিলিয়ে আর তিনটি ম্যাচ আছে টাইগারদের। মিনহাজুল আবেদীন নান্নু জানিয়েছেন, পরের ম্যাচগুলোর দলে থাকবেন না ইমরুল। তার ফিটনেস লেভেল সন্তোষজনক না হওয়ায় ঘরোয়া ক্রিকেটে ফেরার পরামর্শ দেয়া হয়েছে বাঁহাতি এই ওপেনারকে।

১৬ সদস্যের দলে থাকলেও অবশ্য প্রথম দুই ওয়ানডেতে একাদশে জায়গা পাননি ইমরুল। তার বদলে তামিম ইকবালের সঙ্গে ইনিংস উদ্বোধন করেছেন এনামুল হক বিজয়।

এআরবি/এমএমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।