মুশফিকের ২৮তম হাফসেঞ্চুরি

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৩:২৭ পিএম, ১৯ জানুয়ারি ২০১৮

মিরপুরে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে তামিম ইকবাল আর সাকিব আল হাসানের পর হাফসেঞ্চুরি তুলে নিয়েছেন মুশফিকুর রহিমও। ওয়ানডে ক্যারিয়ারে এটি তার ক্যারিয়ারের ২৮তম হাফসেঞ্চুরি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪৫.৩ ওভারে ৪ উইকেটে ২৭৮ রান।

ইনিংসের ৪৪তম ওভারে ফিফটি তুলে নিয়েছেন মুশফিক। মাত্র ৪২ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করেন বাংলাদেশ দলের উইকেটরক্ষক এই ব্যাটসম্যান। ৪৬ বলে ৫৬ রানে অপরাজিত আছেন তিনি।

২৩ বলে ২৪ রান করে আউট হয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। তামিম ইকবাল ৮৪ এবং সাকিব আল হাসান ৬৭ করে সাজঘরে ফিরেন। আর ওপেনার এনামুল হক বিজয় করেন ৩৫ রান।

ওয়ানডে ক্যারিয়ারে ১৮০তম ম্যাচ খেলছেন মুশফিক। ২৮টি হাফসেঞ্চুরির সঙ্গে এই ফরমেটে আছে তার ৫টি সেঞ্চুরিও।

এমএমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।