বাংলাদেশের বিপক্ষে শঙ্কায় ম্যাথিউজ

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:৪২ এএম, ১৯ জানুয়ারি ২০১৮

ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে হেরে এমনিতেই চাপে শ্রীলঙ্কা। এরই মধ্যে দ্বিতীয় ম্যাচে আজ (শুক্রবার) স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে দলটি। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে অধিনায়ক আঞ্জেলো ম্যাথিউজের খেলা নিয়ে শঙ্কা সৃষ্টি হয়েছে।

ম্যাথিউজের খেলা নিয়ে দলটির ব্যাটিং কোচ জানান, ‘ম্যাথিউজ খেলবে কি না, তা শুক্রবার জানা যাবে। সে ২৪ ঘণ্টার পর্যবেক্ষণে আছে। আমার মনে হয়, সে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছে। আসলেই তাই কি না, তা বোঝা যাবে বিশেষজ্ঞের মতমত জানার পর।’

এদিকে জানা গেছে, ম্যাথিউজ খেলতে না পারলে তার পরিবর্তে দলে ফিরতে পারেন ডিকভেলা। চান্ডিমাল ও পেরেরার মধ্য থেকে কেউ ম্যাচ অধিনায়কত্ব করবেন। চলতি সিরিজ দিয়েই আবারও শ্রীলঙ্কার ওয়ানডে দলের নেতৃত্বে ফিরেছেন ম্যাথিউজ।

শ্রীলঙ্কা একাদশ (সম্ভাব্য)
উপল থারাঙ্গা, কুশল পেরেরা, দীনেশ চান্ডিমাল, অ্যাঞ্জেলো ম্যাথিউজ/ডিকভেলা, কুশল মেন্ডিস, আসলে গুনারত্নে, থিসারা পেরেরা, আকিলা ধনঞ্জয়া, সুরাঙ্গা লাকমল, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুষ্মন্ত চামেরা।

এমআর/আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।