ইংল্যান্ড দলে ফিরতে পেরে সম্মানিত বোধ করছেন স্টোকস

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:১৮ এএম, ১৮ জানুয়ারি ২০১৮

ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) খুব কঠোর অবস্থানে দাঁড়িয়ে ছিল। বেন স্টোকসের মামলার সুরাহা না হলে তাকে দলে নেয়া হবে না, এমন ঘোষণাও দিয়ে রেখেছিল। সেই ঘোষণা অনুযায়ী অ্যাশেজ সিরিজ আর এরপর ওয়ানডে সিরিজেও জায়গা হয়নি এই অলরাউন্ডারের। অবশেষে মন গলেছে ইসিবির। মামলা চললেও স্টোকসকে দলে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা।

ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে স্টোকসকে খেলার অনুমতি দিয়েছে ইসিবি। তাদের এমন সিদ্ধান্তে সম্মানিত বোধ করছেন ব্রিস্টলে নাইটক্লাবের সামনে মারামারি করে মামলার ঘানি টানতে থাকা এই অলরাউন্ডার। ইংল্যান্ডের হয়ে আবারও খেলতে পারবেন বলে ভীষণ উচ্ছ্বসিত তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে একটি টুইটে নিজের এই উচ্ছ্বাস প্রকাশ করেছেন স্টোকস। তিনি লিখেছেন, 'আমার দেশের প্রতিনিধিত্ব করতে পারা সবচেয়ে বড় ব্যাপার। আমি এটা করতে পারায় ভাগ্যবান। ইংল্যান্ডের শার্ট পরে মাঠে নামা আমার জন্য অনেক বড় সম্মান এবং মর্যাদার।'

আবারও ইংল্যান্ড দলে খেলতে পারবেন, খবরটি শোনার পর যেন আর তর সইছে না স্টোকসের। তিনি আরও লিখেছেন, 'আমি অাসলেই এই সুযোগটা পেয়ে আনন্দিত। মাঠে নামতে আমার তর সইছে না। থ্রি লায়ন্সকে বুকে ধারণ করার গর্ব নিয়েই আমি মাঠে নামতে চাই। দলের জন্য আমি সব করব।'

এমএমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।