স্ট্যাম্পে লেগেও পড়লো না বেলস

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৪৮ পিএম, ১৭ জানুয়ারি ২০১৮

স্ট্যাম্পে বল লাগলেই উইকেট পড়ে যাবে, আউট হয়ে যাবেন ব্যাটসম্যান। স্বাধারণত এটাই দেখা যায়; কিন্তু মাঝে-মধ্যেই দেখা যায়, স্ট্যাম্পে বল লাগার পরও বেলস পড়ে না। কখনও কখনও দুই স্ট্যাম্পের ফাঁক দিয়ে বল চলে যায়, আবার কখনও কখনও সাইড স্ট্যাম্পে বল লেগে চলে যায়, কিন্তু বেলস থেকে যায় বহাল তবিয়তে।

তেমনই ঘটনা ঘটলো আজ জিম্বাবুয়ে এবং শ্রীরঙ্কার ম্যাচে। টস হেবে ব্যাট করতে নামা জিম্বাবুয়ে ৬ উইকেট হারিয়ে ২৯০ রানের বিশাল চ্যালেঞ্জ ছুঁড়ে দেয় শ্রীলঙ্কার সামনে। জবাব দিতে নেমে লঙ্কানদেরকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার উপুল থারাঙ্গা আর কুশল পেরেরা। ৪ ওভারেই তুলে তারা দু’জন তুলে ফেলেন ২৮ রান। যেন টি-টোয়েন্টি ম্যাচ।

পঞ্চম ওভারে বল করতে আসেন স্পিনার সিকান্দার রাজা। তার প্রথম বলে ছক্কা মারেন পেরেরা। দ্বিতীয় বলে নিলেন ১ রান। তৃতীয় বলে থারাঙ্গা কোনো রান নিতে পারলেন না। চতুর্থ বলে সিকান্দার রাজাকে ক্রিজ ছেড়ে ড্যান্সিং ডাউন দ্য উইকেটে এগিয়ে এসে খেলতে যান থারাঙ্গা। কিন্তু বল হলো নিচু। ফলে ব্যাটে-বলে সঠিকভাবে টাইমিং করতে পারলেন না তিনি। ব্যাটের কানায় লেগে আবার প্যাডে লেগে বল চলে যায় লেগ স্ট্যাম্পের দিকে। শেষ পর্যন্ত স্ট্যাম্পেও আঘাত হানে বল। ফলে স্ট্যাম্পিংয়ের জন্য প্রস্তুতি নেয়া বেন্ডন টেলরও বলটি ধরতে পারলেন না।

কিন্তু কী আশ্চর্য অনেক জোরে স্ট্যাম্পে বলটি আঘাত হানলেও বেলস পড়লো না। একটু নড়রোও না। স্ট্যাম্পের উপরেই থেকে গেলো। অবিশ্বাস্য দৃষ্টিতে সেই স্ট্যাম্পের দিকে তাকিয়ে থাকলেন টেলর। অভিশ্বাসভরা অভিব্যক্তি নিয়ে এসে বেলস তুলে দেখলেন মাসাকাদজাও। আবার বেলস রেখে দিলেন স্বস্থানে। কিন্তু বুঝতে পারছেন না, স্ট্যাম্পে বলের আঘাতেও কেন বেলস পড়লো না। নিশ্চয় থারাঙ্গার ভাগ্যটা খুব ভালো!

তবে উপুল থারাঙ্গা কিন্তু টিকতে পারেননি পরের ওভারেই কাইল জার্ভিসের বলে পিটার মুরের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান থারাঙ্গা। এ সময় তার রান ছিল ১১।

আইএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।