ভারতের জয়ের লক্ষ্য ২৮৭ রান

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮:২৭ পিএম, ১৬ জানুয়ারি ২০১৮

সেঞ্চুরিয়ান টেস্টে ভারতকে ২৮৭ রানের জয়ের লক্ষ্য দিয়েছে দক্ষিণ আফ্রিকা। চতুর্থ দিনের খেলা চলছে। এই লক্ষ্য পেরুনোর জন্য জন্য চার সেশনের মতো সময় পাবে বিরাট কোহলির দল।

দক্ষিণ আফ্রিকাকে দ্বিতীয় ইনিংসে ২৫৮ রানেই গুটিয়ে দিয়েছে ভারত। মূলত তিন পেসার-মোহাম্মদ শামি, জাসপ্রিত বুমরাহ আর ইশান্ত শর্মার তোপেই এত অল্পতে থেমেছে প্রোটিয়ারা। শামি নিয়েছেন ৪টি উইকেট। বুমরাহ ৩টি আর ইশান্ত নিয়েছেন ২টি উইকেট। একটি উইকেট রবিচন্দ্রন অশ্বিনের।

আগের দিন হাফসেঞ্চুরি পাওয়া এবি ডি ভিলিয়ার্স তার ইনিংসটাকে টেনে নিয়েছেন ৮০ রান পর্যন্ত। তিনিই দ্বিতীয় ইনিংসে প্রোটিয়াদের সর্বোচ্চ রান সংগ্রাহক। সতীর্থদের ব্যর্থতার দিনে অধিনায়ক ফাফ ডু প্লেসিস করেছেন ৪৮ রান। ২৬ রান করেন ভেরনন ফিলেন্ডার।

প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকা করেছিল ৩৩৫ রান। জবাবে ভারত ৩০৭ রানে গুটিয়ে যায়।

এমএমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।