বাংলাদেশ জিতলেও জিম্বাবুয়েকে সহজ ভাবছেন না ম্যাথিউজ

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৫:২৮ পিএম, ১৬ জানুয়ারি ২০১৮

শ্রীলঙ্কার কাজটা কি সহজ করে দিলো বাংলাদেশ? প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে উড়িয়ে তাদের আত্মবিশ্বাসটা নড়বড় করে দিয়েছে টাইগাররা। এটা কি শ্রীলঙ্কাকে আগামীকালের ম্যাচে বাড়তি সুবিধা দেবে? লঙ্কান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউজ অবশ্য তেমন মনে করছেন না। জিম্বাবুয়েকে সমীহের চোখেই দেখছেন তিনি।

শক্তিমত্তায় অনেকটা পিছিয়ে থাকলেও সর্বশেষ ওয়ানডে সিরিজে কিন্তু শ্রীলঙ্কাকে তাদেরই মাটিতে হারিয়েছে জিম্বাবুয়ে। বিষয়টা মাথায় আছে আবারও নেতৃত্ব হাতে পাওয়া ম্যাথিউজের। লঙ্কান অধিনায়ক বলেন, 'জিম্বাবুয়ে শ্রীলঙ্কায় ভালো খেলেছে। আমরাই শুধু খারাপ খেলেছি এমন নয়, তারাও ভালো খেলেছে। তারা ভালো দল। সব খেলোয়াড় দেশের হয়ে খেলার জন্য ফিরেছে। এখন তারা আরও শক্তিশালী। আমাদের জন্য এটা চ্যালেঞ্জিং, তবে আমরা সেদিকেই তাকিয়ে আছি।'

প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে বড় হারে শুরু। জিম্বাবুয়ের আত্মবিশ্বাস নড়ে যাওয়ারই কথা। এটা কি শ্রীলঙ্কাকে বাড়তি সুবিধা দেবে? লঙ্কান অধিনায়ক এমনটা মানতে নারাজ, 'আসলে এমন কিছু নয়। আমাদের কাল মাঠে যেয়ে ভালোভাবে শুরু করতে হবে। আন্তর্জাতিক ক্রিকেটে আত্মতুষ্টির সুযোগ নেই। কেননা আপনি জানেন, তারাও ভয়ংকর দল হয়ে উঠতে পারে। বাংলাদেশের কাছে গতকাল (সোমবার) তারা হারলেও নিশ্চিত করে কিছু বলা যায় না। আমরা মাঠে যাব, সতেজ এবং শক্তিশালী হয়েই শুরু করব।'

এমএমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।