‘আমাদের দলে বিকল্প অনেক’

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৩:৩০ পিএম, ১৬ জানুয়ারি ২০১৮

দুর্দান্ত জয় দিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু করেছে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে ৮ উইকেটে উড়িয়ে দিয়েছে মাশরাফি বাহিনী। দুই স্পিনার নিয়ে মাঠে নামলেও টিম কম্বিনেশনের কারণে এ ম্যাচে খেলা হয়নি মিরাজের। শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামার আগে সংবাদ সম্মেলনে এটাকে ইতিবাচক উল্লেখ করেছেন সহকারী কোচ রিচার্ড হ্যালসল।

সংবাদ সম্মেলনে রিচার্ড হ্যালসল বলেন, ‘আমাদের দলে এখন বিকল্প অনেক। প্রতিটি জায়গায় একজনের বিকল্প আছে। মেহেদী হাসান মিরাজের মতো মেধাবী অপ-স্পিনারও টিম কম্বিনেশনের কারণে একাদশের দিকে তাকিয়ে থাকতে হয় জায়গার জন্য। পেস বোলারদের ক্ষেত্রেও একই অবস্থা। সাইফ, রাজুরা অপেক্ষায় আছে সুযোগের জন্য। আর ব্যাটসম্যানদের জন্য একাদশে জায়গা পাওয়া আরও কঠিন। সৌম্য, ইমরুলদেরও লড়াই করতে হচ্ছে।’

এদিকে দলের সিনিয়র ক্রিকেটাররা দায়িত্ব নিয়ে খেলার কারণেই জিম্বাবুয়ের বিপক্ষে জয়টা সহজ হয়েছে বলে মনে করেন টাইগারদের সহকারী কোচ রিচার্ড হ্যালসল। তিনি আরও বলেন, ‘বাংলাদেশের পারফম্যান্সে আমি খুবই খুশি। সিনিয়রদের দায়িত্ব আমাকে মুগ্ধ করেছে।’

শ্রীলঙ্কার বিপক্ষের ম্যাচ নিয়ে এ কোচ আরও জানান, ‘শ্রীলঙ্কা খুব আলো একটি দল। আমরা জানি ওরা কি রকম খেলে। তাদের দলে ম্যাথিউজ ও লাকমলের মতো ভালো কিছু অসাধারণ খেলোয়াড় আছে। আর হাথুরুর মতো ভালো কোচ আছে। তবে আমাদের টিমে আমরা যে কাউকে হারাতে পারি।’

এআরবি/এমআর/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।