জয়টা আত্মবিশ্বাস বাড়াবে : সাকিব

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৫৪ পিএম, ১৫ জানুয়ারি ২০১৮

দক্ষিণ আফ্রিকায় দুঃস্বপ্নের একটি সিরিজ শেষ করে আত্মবিশ্বাস একেবারে তলানিতে ঠেকেছিল। জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই জয় বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে আত্মবিশ্বাসটা ফেরাবে বলেই মনে করছেন ওয়ানডের সহ-অধিনায়ক সাকিব আল হাসান।

নতুন বছরের প্রথম ম্যাচ। ত্রিদেশীয় সিরিজের শুরুতেই জয়, মোমেন্টামটাকে খুব গুরুত্বপূর্ণ বলছেন সাকিব। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, 'নতুন বছরের শুরুটা ভালো হলো। সেদিক থেকে এটা গুরুত্বপূর্ণ। মোমেন্টামটাও...যেহেতু আমরা তিন জাতির একটা টুর্নামেন্ট খেলছি, সেক্ষেত্রে মোমেন্টামটাও খুব গুরুত্বপূর্ণ। তাই আজকের দিনটা আমাদেরকে আত্মবিশ্বাস দেবে।'

জিম্বাবুয়ে অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ। ত্রিদেশীয় সিরিজের আরেক দল শ্রীলঙ্কাই বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ। সাকিবও মনে করছেন, আগামী ম্যাচে আরও ভালো খেলতে হবে তাদের, 'যেহেতু শ্রীলঙ্কা সামনে, আমরা মনে করি যে আরও কঠিন চ্যালেঞ্জ থাকবে। সেদিক থেকে চিন্তা করলে এ জয়টা অবশ্যই মানসিকভাবে আমাদের অনেক সাহায্য করবে। আমি মনে করি বোলাররা যারা বল করেছে তারা সবাই খুব ভালো বোলিং করেছে। তাই আত্মবিশ্বাসটা সবারই কাজে দেবে।'

এমএমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।