সাকিবকে বোলিং ওপেন করতে দেখে অবাক হননি ক্রেমার

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৮:১১ পিএম, ১৫ জানুয়ারি ২০১৮

স্পিনে জিম্বাবুয়ের দুর্বলতার কথা বাংলাদেশ ভালো করেই জানে। একটা সময় এ প্রতিপক্ষের বিপক্ষেই সবচেয়ে বেশি ম্যাচ খেলতো টাইগাররা। এবারও সেই স্পিন দিয়েই শুরুতে জিম্বাবুয়েকে চেপে ধরে মাশরাফি বিন মর্তুজার দল।

শুকনো উইকেটে বাংলাদেশ স্পিন আক্রমণে শুরু করেছে আগেও। তবে কুয়াশা ভেজা আবহাওয়ায় সাকিব আল হাসানকে বোলিং উদ্বোধন করতে দেখে বিস্মিত হয়েছেন অনেকে। সেই বিস্ময়টা মাত্রা ছাড়িয়ে যায় অপরপ্রান্ত থেকে আরেক স্পিনার সানজামুল ইসলাম বোলিং করতে আসলে।

মাশরাফিদের এমন পরিকল্পনাতেই কি ঘাবড়ে গিয়েছিল জিম্বাবুয়ে? ম্যাচশেষে সংবাদ সম্মেলনে এমন একটা প্রশ্ন উঠলো। জিম্বাবুয়ের অধিনায়ক অবশ্য জানালেন, দুই প্রান্ত থেকে না হোক, এক প্রান্ত থেকে যে স্পিন দিয়ে আক্রমণ শুরু করতে পারে স্বাগতিকরা; সেটা ধারণা ছিল তাদের।

ক্রেমার বলেন, 'আমরা ভেবে রেখেছিলাম, তারা কমপক্ষে একজন স্পিনার দিয়ে বোলিং ওপেন করবে। আমাদের ওপেনাররা পেস বল পছন্দ করে। তারা (বাংলাদেশ) সেটা জানে। আমরা জানতাম না কে শুরু করবে, সাকিব অথবা নাসির কি-না। তবে আমরা জানতাম, তাদের একজন বোলিং ওপেন করবে।'

এমএমআর/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।