মোস্তাফিজ বিশ্বমানের বোলার : ক্রেমার

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৮:০০ পিএম, ১৫ জানুয়ারি ২০১৮

তার বোলিংয়ে আগের সেই ধার নেই। অনেকে তো বলেন, মোস্তাফিজুর রহমান শেষ হয়ে গিয়েছেন। তবে মিরপুরে আজ মোস্তাফিজকে বেশ নিয়ন্ত্রিত বোলিং করতে দেখা গেছে। তার বল খেলতে বেশ বেগ পেতে হয়েছে জিম্বাবুয়ের ব্যাটসম্যানদের। ম্যাচের পর সেটা স্বীকার করে নিলেন দলটির অধিনায়ক গ্রায়েম ক্রেমার।

আলোতে আসার মতো খুব বেশি কিছু করতে পারেননি। তবে ইনজুরির পর ছন্দ হারিয়ে ফেলা মোস্তাফিজ জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচে বেশ লাইন-লেন্থ বজায় রেখে বোলিং করেছেন। পুরো ১০ ওভার বল করেছেন। একটি মেডেনসহ বাঁহাতি এই কাটার মাস্টার ২৯ রানে নিয়েছেন একটি উইকেট।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মোস্তাফিজকে প্রশংসায় ভাসালেন প্রতিপক্ষ অধিনায়ক ক্রেমার। তিনি বাংলাদেশী এই পেসারকে 'বিশ্বমানের' স্বীকার করে বলেন, 'সে আসলেই ভালো বল করেছে। তার স্লোয়ার তো বোঝা বেশ কঠিন। আপনাকে এর জন্য অনেকটা সময় অপেক্ষা করতে হবে। তার সাধারণ স্টক ডেলিভারি থেকে এটা আলাদা। আজ সে ভালো জায়গায় বল করেছে। আমি জানি ইনজুরি থেকে ফেরার পর এটা বেশ ভালো প্রচেষ্টা। সে একজন বিশ্বমানের বোলার।'

এমএমআর/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।