সেঞ্চুরি করেই কোহলির জবাব

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৩:০০ পিএম, ১৫ জানুয়ারি ২০১৮

কেপটাউনে সিরিজের প্রথম টেস্টের দুই ইনিংসেই ব্যর্থ ছিলেন কোহলি। এরপরই শুরু হয় সমালোচনার ঝড়। শুধু তাকে নিয়েই নয় ট্রল শুরু হয় তার নতুন বউ আনুশকাকে নিয়েও। তবে সবকিছুর জবাব ব্যাট হাতেই দিলেন ভারতের অধিনায়ক। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে দলের বিপর্যয়ের সময় একপ্রান্ত আগলে রেখে নিজের ৩৩তম সেঞ্চুরি তুলে নিলেন সময়ের অন্যতম সেরা এই ব্যাটসম্যান।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ৬ উইকেট হারিয়ে ২৩২ রান। কোহলি ১০৪ আর অশ্বিন ২২ রান নিয়ে ব্যাট করছেন।

এর আগে সেঞ্চুরিয়নের সুপার স্পোর্টস পার্কে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে ৩৩৫ রানে বেঁধে ফেলার পর সবাই ভেবেছিল এবার বোধহয় ভারত কিছু করতে যাচ্ছে। কিন্তু প্রোটিয়া পেসারদের তোপের মুখে ভারতীয় ব্যাটসম্যানদের যাচ্ছেতাই অবস্থা।

মুরালি বিজয়, লোকেশ রাহুল, চেতেশ্বর পুজারা কিংবা রোহিত শর্মারা বলতে গেলে দাঁড়াতেই পারেনি। সর্বোচ্চ ৪৬ রান করে আউট হয়েছেন মুরালি বিজয়। তবে একপাশে উইকেট পড়তে থাকলেও অন্যপাশ আগলে ব্যাট করছেন অধিনায়ক বিরাট কোহলি

এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।