দক্ষিণ আফ্রিকাকে ৩৩৫ রানেই গুটিয়ে দিলো ভারত

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৪:১৯ পিএম, ১৪ জানুয়ারি ২০১৮

সেঞ্চুরিয়ান টেস্টে শুরুটা ভালো করলেও আগের দিনই ভারতীয় বোলারদের তোপে ২৬৯ রানে ৬ উইকেট হারিয়ে বসেছিল দক্ষিণ আফ্রিকা। শেষ পর্যন্ত তারা নিজেদের প্রথম ইনিংসটা ৩৩৫ রানের বেশি টেনে নিতে পারলো না।

টপ অর্ডার ব্যাটসম্যানদের মধ্যে সবাই সাজঘরে ফেরার পর দক্ষিণ আফ্রিকার আশা হয়ে ছিলেন কেবল ফাফ ডু প্লেসিস। দ্বিতীয় দিনে প্রোটিয়া অধিনায়ক দলকে যতটা সম্ভব এগিয়ে নেয়ার চেষ্টা করেছেন। ১৪২ বলে ৯ বাউন্ডারিতে ৬৩ রান করে তিনি ফেরার পরই আসলে বড় স্কোর গড়ার সম্ভাবনা শেষ হয়ে গেছে স্বাগতিকদের।

নবম ব্যাটসম্যান হিসেবে ডু প্লেসিস আউট হওয়ার পর আর ২ রান যোগ করে ৩৩৫-এ অলআউট হয়েছে দক্ষিণ আফ্রিকা। কেশভ মহারাজ আর কাগিসো রাবাদা অধিনায়ককে যতটা সম্ভব সহায়তা করার চেষ্টা করেছেন। মহারাজ ১৮ আর রাবাদা ১১ রান করেন।

ভারতের পক্ষে ১১৩ রানের বিনিময়ে ৪টি উইকেট নিয়েছেন অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন। দুই পেসার ইশান্ত শর্মা ৩টি আর মোহাম্মদ শামি একটি উইকেট নিয়েছেন।

এমএমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।