ডোপ পাপে সাময়িক নিষিদ্ধ ইউসুফ পাঠান

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৬:০৪ পিএম, ০৯ জানুয়ারি ২০১৮

ডোপিংয়ের অভিযোগ উঠেছে ভারতীয় ক্রিকেটার ইউসুফ পাঠানের বিপক্ষে। যে অভিযোগে তার ওপর ৫ মাসের সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ভারতীয় ক্রিকেট বোর্ডের কার্যকরী সম্পাদক অমিতাভ চৌধুরী এ বিষয়ে বলেন, ‘ডোপ করার দায়ে ইউসুফ পাঠানকে নিষিদ্ধ করা হয়েছে। সে নিজের অজান্তে এমন একটি ড্রাগ নিয়েছে যেটা সাধারণত কাশির সিরাপে পাওয়া যায়।’

গত বছর ১৬ মার্চ নয়া দিল্লিতে বিসিসিআইয়ের ডোপ পরীক্ষায় ইউসুফের মূত্রের নমুনা নেয়া হয়। সেখানেই ধরা পরে পঠানের শরীরে টার্বুটালিন রয়েছে। এ বিষয়ে বিসিসিআইয়ের বিবৃতিতে অমিতাভ চৌধুরী বলেন, ‘ওর পাঠানো নমুনায় টার্বুটালিন পাওয়া গেছে। ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সির (ওয়াডা) দেওয়া তালিকায় যায় নিষিদ্ধ।’

ভারতীয় ক্রিকেট বোর্ডের কার্যকরী সম্পাদক আরও জানান, ‘২০১৭ সালের ২৭ অক্টোবর বিসিসিআইর নিয়ম অনুযায়ী ডোপিংয়ের নিয়ম বহির্ভূত কাজ করার দায়ে সাময়িক নিষিদ্ধ হয়েছেন ইউসুফ পাঠান। তবে সব অভিযোগ মেনে নিয়েছেন তিনি। পাঠান জানিয়েছেন, ভুল করে তিনি নিজের অজান্তেই নিষিদ্ধ ড্রাগ নিয়েছিলেন।’

গত বছর ২৭ অক্টোবর বিসিসিআই’র পক্ষ থেকে চিঠি পান পাঠান। ২০১৭ সালের ১৫ অগস্ট থেকে তার নিষেধাজ্ঞার মেয়াদ ধরা হচ্ছে। যে কারণে এই জানুয়ারিতেই মুক্ত হয়ে যাচ্ছেন তিনি। ফলে আইপিএলের নিলামেও দেখা যাবে ইউসুফ পাঠানকে।

পাঠানের নিজের পক্ষে দেওয়া যুক্তিকে উড়িয়ে দেয়নি বোর্ড। বরং তার দেয়া যুক্তিতে বিসিসিআই সন্তুষ্ট। তবে, পাঁচমাস তিনি নিষিদ্ধ থাকছেন। নিজের মতামত জানাতে পেরে খুশি পঠান বিসিসিআইকে ধন্যবাদ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তিতে পাঠান বলেন, ‘গলায় সংক্রমণের জন্য আমাকে যেটা খেতে দেওয়া হয়েছিল তাতেই সমস্যা হয়েছে। বিসিসিআইকে ধন্যবাদ জানাই, নিজের স্বপক্ষে কথা বলতে দেওয়ার জন্য। ১৪ জানুয়ারির পর আমি ক্রিকেটে ফিরতে মুখিয়ে রয়েছি।’

আইএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।