নতুন মাইলফলক ‘ব্যাটসম্যান’ হাফিজের

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০১:২৫ পিএম, ০৯ জানুয়ারি ২০১৮

দল হেরেছে, নেলসনে নিউজিল্যান্ডের কাছে দ্বিতীয় ওয়ানডেতে পাত্তাই পায়নি পাকিস্তান। তবে ব্যক্তিগত অর্জনের দিক থেকে ঠিকই সফল মোহাম্মদ হাফিজ। সতীর্থদের ব্যর্থতার দিনে ৬০ রানের এক ইনিংস খেলেছেন, এই ইনিংসে ছুঁয়েছেন নতুন এক মাইলফলকও।

আবারও বোলিংয়ে নিষেধাজ্ঞা পাওয়ায় এখন পুরোদুস্তর ব্যাটসম্যান হয়ে গেছেন মোহাম্মদ হাফিজ। নেলসনে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৭১ বলে ৬০ রানের একটি ইনিংস খেলেন তিনি, যে ইনিংসটি ছিল ৮টি বাউন্ডারিতে সাজানো।

এই ইনিংসের পথেই ওয়ানডেতে ৬ হাজার রান পূর্ণ হয়ে গেছে হাফিজের। পাকিস্তানের পক্ষে এই ফরমেটে ৬ হাজারি ক্লাবে নাম লেখানোর কীর্তি ছিল কেবল নয়জনের। হাফিজ দশম ব্যাটসম্যান হিসেবে এই ক্লাবে ঢুকেছেন।

হাফিজের আগে ওয়ানডেতে ৬ হাজার রান করা পাকিস্তানের নয় ব্যাটসম্যান হলেন-ইনজামাম উল হক, মোহাম্মদ ইউসুফ, সাঈদ আনোয়ার, শহিদ আফ্রিদী, জাভেদ মিঁয়াদাদ, ইউনিস খান, সেলিম মালিক, শোয়েব মালিক এবং ইজাজ আহমেদ।

এমএমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।