আফগানিস্তান দলে ফিরলেন 'নিষিদ্ধ' শাহজাদ

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:২৫ পিএম, ০৮ জানুয়ারি ২০১৮

ওজন কমাতে গিয়ে কি ভুলটাই না করে বসেছিলেন মোহাম্মদ শাহজাদ। নিষিদ্ধ সাপ্লিম্যান্ট নিয়ে এক বছরের নিষেধাজ্ঞায় পড়তে হয় তাকে। তবে আগামী ১৭ জানুযারি নিষেধাজ্ঞার মেয়াদ কাটছে আফগানিস্তানের এই উইকেটরক্ষক ব্যাটসম্যানের। ফেব্রুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজকে সামনে রেখে ওয়ানডে আর টি-টোয়েন্টি দলে জায়গা ফিরে পেয়েছেন তিনি।

ডিসেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে বিশ্রামে থাকলেও জিম্বাবুয়ে সিরিজে ফিরছেন অলরাউন্ডার শামিউল্লাহ শেনওয়ারি। টি-টোয়েন্টি দলে জায়গা পেয়েছেন গত বছরের জুলাইয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলার পর ছিটকে পড়া পেসার হামিদ হাসান। তবে ওয়ানডে দলে থাকলেও টি-টোয়েন্টিতে নেই দৌলত জাদরান।

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজটি হবে নতুন কোচ ফিল সিমন্সের অধীনে আফগানিস্তানের প্রথম সিরিজ।

ওয়ানডে দল : আসঘর স্ট্যানিকজাই (অধিনায়ক), মোহাম্মদ শাহজাদ, জাভেদ আহমেদি, ইহসানুল্লাহ জানাত, নাজিবুল্লাহ জাদরান, রহমত শাহ, সামিউল্লাহ শেনওয়ারি, নাসির জামাল, মোহাম্মদ নবী, গুলবাদিন নাইব, রশিদ খান, মুজিব জাদরান, শারাফুদ্দিন আশরাফ, দৌলত জাদরান এবং শাপুর জাদরান।

এমএমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।