উইকেটরক্ষকের দায়িত্ব মুশফিকের কাছেই

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৮:৫৯ পিএম, ০৭ জানুয়ারি ২০১৮

শুধুমাত্র নেতৃত্বই নয়, মুশফিকুর রহীম সমালোচনার শিকার হয়েছেন তার উইকেটকিপিং নিয়েও। প্রায় সময়ই দাবি ওঠে কিপিংয়ে মুশফিককে পরিবর্তন করা হোক। মাঝে-মধ্যে দায়িত্ব কমানোর নামে মুশফিককে কিপিং থেকে সরিয়ে দেয়ার ঘটনাও আছে। এ কারণেই অনেকের ধারণা ছিল, ত্রি-দেশীয় সিরিজেও হয়তো মুশফিককে কিপিং করতে নাও দেয়া হতে পারে।

কিন্তু রোববার ত্রিদেশীয় সিরিজের জন্য ঘোষিত ১৬ সদস্যেও দলে দেখা যাচ্ছে মুশফিকুর রহীমছাড়া আরও দুজন ব্যাকআপ উইকেটকিপার (এনামুল হক বিজয় এবং মোহাম্মদ মিঠুন) রয়েছেন। এ কারণেই প্রশ্নটা আবারও উঠেছে, তাহলে কিপিং করবেন কে?

দল ঘোষণা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে মিনহাজুল আবেদিন নান্নুর সোজা-সাপ্টা উচ্চারণ, ‘প্রথম চয়েস মুশফিকুর রহীম। এনামুল ও মিঠুনের বাইরে ফিল্ডিং করার দক্ষতা আছে। বিপিএলে এনামুল বেশিরভাগ ম্যাচেই বাইরে ফিল্ডিং করেছিল। সবমিলিয়ে ওরা আত্মবিশ্বাসী। কিপিংটা বিশেষ একটা জায়গা। মুশফিক তো কিপিং করবেই। যদি দরকার হয় বিজয় আছে, মিঠুন আছে- তারাও করতে পারবে। তবে ব্যাটিংটাই খুব বেশি গুরুত্বপূর্ণ। এখানে রান করাটা খুব গুরুত্বপূর্ণ বিষয়।’

মাঝে মোসাদ্দেক হোসেন সৈকত প্রায় নিয়মিত সদস্য হয়ে পড়েছিল ওয়ানডে দলে। এবার তাকে বিবেচনায়ই আনা হয়নি। এর কারণ কি? নান্নুর জবাব, ‘দক্ষিণ আফ্রিকা সফর থেকেই দলের সঙ্গে নেই মোসাদ্দেক। ওর চোখের সমস্যার কাটিয়ে বিপিএল খেলেছে। সেখানে আপ টু দ্য মার্ক ছিল না সে। ও সবারই পছন্দের খেলোয়াড়। আশা করি বিসিএলে নিজেকে মেলে ধরে আবারো কামব্যাক করতে পারবে।’

এআরবি/আইএইচএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।