ত্রিদেশীয় সিরিজের টাইটেল স্পন্সর রকেট

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০২:০৭ পিএম, ০৭ জানুয়ারি ২০১৮

বাংলাদেশ-শ্রীলঙ্কা-জিম্বাবুয়েকে নিয়ে আগামী ১৫ জানুয়ারি পর্দা উঠছে ত্রিদেশীয় সিরিজের। এ সিরিজের টাইটেল স্পন্সর হয়েছে রকেট। এটি ডাচ-বাংলা ব্যাংকের একটি মোবাইল ব্যাংকিং সেবার নাম। রোববার মিরপুরে এক সংবাদ সম্মেলনে ত্রিদেশীয় সিরিজের টাইটেল স্পন্সরের নাম ঘোষণা করে বিসিবি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইমপ্রেস-মাত্রা কনসোর্টিয়ামের পক্ষে ফরিদুর রেজা সাগর, ডাচ-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবুল কাশেম মোহাম্মদ শিরিন, বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী ও বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। নতুন বছর শুরুর সিরিজটিতে বাংলাদেশ দল ভাল করবে বলে আশা প্রকাশ করেন তারা।

১৫ জানুয়ারি বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচ দিয়ে মাঠে গড়াবে ত্রিদেশীয় সিরিজ। এই আসরে ফাইনালসহ ম্যাচ সাতটি। প্রতিটি দল অপর দলগুলোর সঙ্গে দুইবার করে মুখোমুখি হবে। সবগুলো ম্যাচই হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ফাইনাল ২৭ জানুয়ারি।

এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।