বিএসপিএ'র পপুলার চয়েজ অ্যাওয়ার্ড জিতলেন মাশরাফি

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৮:১৫ পিএম, ০৬ জানুয়ারি ২০১৮

বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির (বিএসপিএ) ২০১৭ সালের বর্ষসেরা ক্রীড়াবিদ নির্বাচিত হয়েছেন সাকিব আল হাসান। বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে আরেকটি বড় সম্মাননা পেয়েছেন মাশরাফি বিন মর্তুজা। পপুলার চয়েজ অ্যাওয়ার্ড জিতে নিয়েছেন টাইগার দলের ওয়ানডে অধিনায়ক।

পপুলার চয়েজ অ্যাওয়ার্ডের জন্য মনোনয়ন পেয়েছিলেন চার ক্রীড়াবিদ। মাশরাফি বিন মর্তুজার (ক্রিকেট) সঙ্গে মনোনীতদের মধ্যে ছিলেন সাকিব আল হাসান (ক্রিকেট), মাহমুদউল্লাহ রিয়াদ (ক্রিকেট) এবং জাফর ইকবাল (ফুটবল)। অনলাইনে ক্রীড়ামোদীদের ভোটে এ ক্যাটাগরিতে সেরা নির্বাচিত হয়েছেন মাশরাফি।

রাজধানীর সোনারগাঁ হোটেলের বলরুমে আজ আনুষ্ঠানিকভাবে পুরস্কার হাতে তুলে দেয়া হয় বিজয়ীদের। প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। এ সময় আরও উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান স্কয়ারের প্রতিনিধি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসপিএ সভাপতি মোস্তফা মামুন।

এমএমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।