কোচের দায়িত্ব পালনে প্রস্তুত সাকিব

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৬:১৪ পিএম, ০৪ জানুয়ারি ২০১৮

চন্ডিকা হাথুরুসিংহে চলে যাওয়ার পর এখনও নতুন কাউকে বাংলাদেশ দলের প্রধান কোচের দায়িত্ব দেয়া হয়নি। শ্রীলঙ্কা এবং জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ আর দ্বিপাক্ষিক সিরিজের কোনোটিতেই প্রধান কোচ থাকছেন না। তার বদলে সহকারী কোচ রিচার্ড হ্যালসল, ট্যাকনিক্যাল ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন আর দুই অধিনায়ক-মাশরাফি বিন মর্তুজা আর সাকিব আল হাসান সমন্বিতভাবে কোচের দায়িত্ব পালন করবেন।

খেলোয়াড় কাম কোচ হিসেবে বাড়তি দায়িত্ব পেয়ে কি ভাবছেন সাকিব আল হাসান? দেশসেরা এই অলরাউন্ডার এটাকে বাড়তি ঝামেলা হিসেবে দেখছেন না। বরং অধিনায়ক আর সহ-অধিনায়ক হিসেবে তাদের সবসময়ই বাড়তি দায়িত্ব পালন করতে হয়, জানিয়েছেন সাকিব। আসন্ন সিরিজেও সব রকম দায়িত্ব পালনে প্রস্তুত এই অলরাউন্ডার।

মাশরাফিকে নিয়ে কোচের দায়িত্ব পালন সম্পর্কে জানতে চাওয়া হলে সাকিব বলেন, 'আসলে খেলোয়াড়রা এগুলো নিয়ে খুব বেশি চিন্তা করে বলে মনে হয় না। আমাদের সবারই আলাদা আলাদা রোল আছে। আর সবাই সবার রোল সম্পর্কে খুবই ভালোভাবে অবগত। ওই রোল গুলোই সবাই প্লে করার চেষ্টা করবে। যদি ওইটা ঠিকভাবে করতে পারি, তাহলে অবশ্যই আমরা সাফল্য পাবো। যেহেতু আমরা অধিনায়ক, সহ-অধিনায়ক; স্বাভাবিকভাবেই আমাদের উপর একটি বেশি দায়িত্ব থাকেই। এবং ওইগুলোও আমরা করতে প্রস্তুত।'

ঘরের মাঠে খেলা। তামিম ইকবাল আর রিচার্ড হ্যালসল তো মনে করছেন, আসন্ন সিরিজে এগিয়ে থাকবে বাংলাদেশ। সাকিবও কি এমনটাই ভাবছেন? এমন প্রশ্নে বিশ্বসেরা অলরাউন্ডার বলেন, 'হ্যাঁ, অবশ্যই। আমরা তো মনে করি, আমাদের খুব ভালো সম্ভাবনাই আছে। কিন্তু দুইটা দলই ভালো। কেউই খারাপ না। আর যেহেতু দুইটা দলই আমাদের খেলোয়াড় এবং কন্ডিশন সম্পর্কে ভালো জানে। তাই আমার মনে হয়, কঠিন প্রতিদ্বন্দ্বিতাই হবে। তবে আমরা অনেক ভালো একটা দল এখন। তাই আমাদের ভালো করার সম্ভাবনাই বেশি।'

এবার অন্য প্রসঙ্গ। দীর্ঘ সাত বছর পর আইপিএলে সাকিবকে ছেড়ে দিয়েছে তার দল কলকাতা নাইট রাইডার্স। এতটা দিন একটি দলের সঙ্গে থাকার পর বাদ পড়া, অনুভূতিটা কেমন? সাকিব বরাবরের মত ভাবলেশহীন। টাইগার অলরাউন্ডারের উত্তর, 'এখানে কেমন লাগার কোনো বিষয় নেই। নিলামে নাম থাকবে, যদি কেউ পিক করে তাহলে আলহামদুলিল্লাহ্। আর না করলেও কোনো ব্যাপার না।'

এমএমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।