গৌতম গম্ভীরকেও ছেড়ে দিচ্ছে কেকেআর!

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:৫৩ পিএম, ০৩ জানুয়ারি ২০১৮

আইপিএলে সাত বছর পর কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) ছেড়ে দিয়েছে বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসানকে। সাকিব একটু স্বান্ত্বনা পেতে পারেন এই ভেবে, তিনি তো বিদেশি কোটায়, কেকেআর এবার রাখছে না তাদের সফলতম অধিনায়ক গৌতম গম্ভীরকেও! দুইবার দলকে শিরোপা জেতানো এই অধিনায়ককে ধরে রাখতে নাকি তার সঙ্গে যোগাযোগই করেনি কেকেআর।

রোহিত শর্মা আর মহেন্দ্র সিং ধোনিকে ধরে রেখেছে তাদের দল। অথচ সফল হওয়া সত্ত্বেও কেকেআরের গম্ভীরকে ছেড়ে দেয়ার সিদ্ধান্তে বেশ অবাক সমর্থকরা। যদিও গম্ভীরকে পরে কিনতে পারবে কেকেআর। রাইট টু ম্যাচ (আরটিএম) কার্ডের মাধ্যমে নিলামের সময় তাকে নিতে পারবে দলটি।

কেকেআর ম্যানেজম্যান্টের এমন সিদ্ধান্তে গম্ভীর নিজেও অবাক। তবে টুর্নামেন্টে যে কোনো দলের হয়েই খেলতে প্রস্তুত, জানিয়েছেন বাঁহাতি এই ওপেনার।

ধরে রাখা খেলোয়াড়দের তালিকা আগামী ৪ জানুয়ারির মধ্যে জমা দিতে হবে দলগুলোকে। জানা গেছে, সাকিব আর গম্ভীরের মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে ছেড়ে দিলেও আরেক গুরুত্বপূর্ণ খেলোয়াড় সুনীল নারিনকে ধরে রাখছে শাহরুখ খানের মালিকানাধীন কেকেআর।

এমএমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।