পাকিস্তানকে হটিয়ে টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের শীর্ষে নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৫:৩২ পিএম, ০৩ জানুয়ারি ২০১৮

ওয়েস্ট ইন্ডিজকে ২-০তে হারিয়ে আইসিসির টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের শীর্ষস্থান ফেরত পেয়েছে নিউজিল্যান্ড। এতদিন শীর্ষে থাকা পাকিস্তানকে দুইয়ে নামিয়ে দিয়েছে কিউইরা।

ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজ জয়ের পর এখন ১২৬ রেটিং পয়েন্ট নিউজিল্যান্ডের। ১২৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছে পাকিস্তান। তৃতীয় স্থানে আছে তাদেরই চিরপ্রতিদ্বন্দ্বি দল ভারত।

গত বছরের নভেম্বরে টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের শীর্ষে উঠেছিল পাকিস্তান। তাদের শীর্ষে উঠিয়ে দিয়েছিল চিরপ্রতিদ্বন্দ্বি ভারতই। বিরাট কোহলির দল নিউজিল্যান্ডকে হারানোয় এক নাম্বার জায়গাটি নিশ্চিত হয়ে যায় সরফরাজ আহমেদের দলের।

শীর্ষস্থান হারালেও অবশ্য খুব দ্রুত সেটা ফেরত পাওয়ার সুযোগ থাকছে পাকিস্তানের। চলতি মাসের শেষ দিকে নিউজিল্যান্ডের বিপক্ষেই তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আছে তাদের। এক আর দুই নাম্বার দলের লড়াইয়ে যারা জিতবে, স্বভাবতই শীর্ষস্থানটা তাদের দখলে যাবে।

এমএমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।