প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের হার

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০২:৪৬ পিএম, ০৩ জানুয়ারি ২০১৮

বিশ্বকাপের মূল পর্বে মাঠে নামার আগে প্রস্তুতিটা ভালো হল না বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের। ওটাগো এ দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের মুখোমুখি লড়াইয়ে ৬ উইকেটে হেরে গেছে সাইফ হাসান ও আফিফ হোসেনরা।

ইউনিভার্সিটি অব ওটাগো ওভালে টস জিতে ব্যাট করতে নামে বাংলাদেশ। অধিনায়ক সাইফ হাসানের ৫৪ রানের উপর ভর করে ৪০.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৭০ রান করতে সক্ষম হয় বাংলাদেশ। দ্বিতীয় সর্বোচ্চ ৪৪ রান আসে আফিফের ব্যাট থেকে। এছাড়া আমিনুল ইসলাম ২২ ও ওপেনার পিনাক ঘোষ ১৪ ছাড়া আর কেউ বড় কোনো ইনিংস খেলতে পারেননি।

জয়ের জন্য ১৭১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতেই জয়ের ভীত গড়ে দেয় দুই ওপেনার। দলটির হয়ে ওপেনার ক্রাউডিস সর্বোচ্চ ৭৩ রান করে রানআউটের শিকার হোন। আরেক ওপেনার রাদাফোর্ড ৪৪ রানে আউট হয়েছেন। শেষ দিকে ভিসাভান্দিয়া ৩০ রানে অপরাজিত থাকেন।

উল্লেখ্য, চলতি মাসের ১৩ জানুয়ারি থেকে নিউজিল্যান্ডে শুরু হবে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ আসর।

এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।