ভারতের বিপক্ষে প্রথম টেস্টে থাকছেন না স্টেইন!

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৩:২২ পিএম, ০২ জানুয়ারি ২০১৮

চোট কাটিয়ে দীর্ঘদিন পর দক্ষিণ আফ্রিকা দলের একাদশে ফেরার অপেক্ষায় ডেল স্টেইন। ডানহাতি এই পেসার পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন। ৫ জানুয়ারি ভারতের বিপক্ষে প্রথম টেস্টেই মাঠে ফেরার কথা ছিল তার। তবে প্রোটিয়া দলের কোচ অটিস গিবসন জানালেন, কেপটাউনে না-ও দেখা যেতে পারে স্টেইনকে।

কেপটাউনের নিউল্যান্ডের পিচ পেস সহায়ক। তিন পেসার নিয়েই খেলার কথা দক্ষিণ আফ্রিকার। তবে দলের কোচ অটিস গিবসন জানিয়েছেন, তিন পেসার খেললেও স্টেইনকে একাদশে না রাখা হতে পারে। দীর্ঘ বিরতি দিয়ে দলে ফিরেছেন বলেই এমন সিদ্ধান্ত নিতে পারে প্রোটিয়ারা।

প্রায় এক বছর দলে ফেরা এই পেসারকে নিয়ে গিবসন বলেন, 'ডেল স্টেইন আবারও ফিট হয়ে উঠেছে। তবে আমি নিশ্চিত নয়, এই সপ্তাহেই তাকে দেখা যাবে কি না। তার এক বছর বিরতি ছিল।'

চোট কাটিয়ে দীর্ঘদিন পর ফেরায় স্টেইনকে নিয়ে ঝুঁকি নিতে চাইছেন না গিবসন। তিনি বলেন, 'যদি আমরা তিন পেসার আর এক স্পিনার নিয়ে খেলি, তবে আপনারা তাকে চাইতে পারেন। কিন্তু সে যদি ম্যাচটা শেষ না করতে পারে! আমি বলছি না সে শেষ করতে পারবে না। তবে আপনি গ্রীষ্মের প্রথম ম্যাচেই ঝুঁকি নিতে পারেন না। তার নামটি আলোচনায় আছে, তবে সব কিছু নির্ভর করছে দলের ফরমেশনের উপর।'

এমএমআর/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।