সাব্বিরের ঘটনা থেকে সবাইকে শিক্ষা নিতে বললেন মাশরাফি

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১১:১১ এএম, ০২ জানুয়ারি ২০১৮

দেশের ক্রিকেটে এখন সবচেয়ে বড় আলোচিত ঘটনা, সাব্বির রহমানের কান্ড এবং কঠোর শাস্তি। বিসিবির কাছ থেকে শাস্তির ফর্দটা পাওয়ার পর নিশ্চয়ই এখন বেশ অনুশোচনা হচ্ছে বাংলাদেশের মারকুটে এই ব্যাটসম্যানের। কঠিন এই সময়ে তার মাথার উপর হাত রাখার মানুষটি তো মাশরাফি বিন মর্তুজাই হবেন, এটাই স্বাভাবিক।

শুধু অধিনায়ক কিংবা খেলোয়াড় হিসেবেই নয়, শৃঙ্খলার ক্ষেত্রেও সবার আইডল মাশরাফি। তিনিই তো এই সময়ে সাব্বিরকে একটু সাহস জোগানোর উপযুক্ত ব্যক্তি। আজ বিসিবি একাডেমিতে জিম সেশন শেষ করে সেই মাশরাফিকে ঠিকই দেখা গেলো সাব্বিরের পাশে। অনুজের সঙ্গে মিনিট কয়েক আলাদা সময় কাটাতেও দেখা গেল বাংলাদেশের অন্যতম সফল অধিনায়ককে।

সাব্বিরের সঙ্গে মাশরাফির আসলে কি কথা হয়েছে, সেটা জানার উপায় নেই। তবে সাব্বিরের এই ঘটনার পর সাংবাদিকদের প্রশ্নের মুখে টাইগার দলের ওয়ানডে অধিনায়ক শিক্ষা নেয়ার কথাই বললেন, 'যা হয়েছে, আমাদের এখন এটা থেকে সামনে এগুতে হবে। সবার সাব্বিরের ঘটনা থেকে শিক্ষা নেয়া উচিত, যাতে ভবিষ্যতে এমনটা আর না হয়।'

বিসিবির শাস্তি মেনে নিতেই হবে, মনে করছেন মাশরাফি। তরুণরা জাতীয় দলের খেলোয়াড়দের অনুসরণ করে, তাই মাঠের বাইরেও সব কিছু ঠিক রাখা তাদের দায়িত্ব; বলছেন নড়াইল এক্সপ্রেস, 'প্রথম কথা হচ্ছে যে, বিসিবির অধীনে আমরা সবাই। এটা মেনে নেয়াটাও দায়িত্ব। একই সাথে আমাদের সবাই ফলো করে। তরুণরা যারা উঠে আসছে, অনূর্ধ্ব-১৫, অনূর্ধ্ব-১৬, অনূর্ধ্ব-১৯; তারাও আমাদের ফলো করে। সুতরাং মাঠের বাইরের সব কিছু ঠিক রাখা আমাদের দায়িত্ব।'

সাব্বির যে শাস্তি পেয়েছেন, সেটা যেন ভবিষ্যতে আর কোনো ক্রিকেটারের সঙ্গে না হয়, এমনটাই কামনা মাশরাফির। তিনি বলেন, 'যেটা হয়েছে, সেটা মেনে নেয়া ছাড়া উপায় নেই। সামনে যেনো আমরা কোনো মিসটেক না করি। সাব্বিরের সাথে হয়েছে; কিন্তু আর কারো সাথে যাতে না হয়। এমন কি আমার সাথেও। আমাদের কাজ হলো ভালো পারফর্ম করা। আর সবাই যেহেতু আমাদের ফলো করে, সুতরাং আমাদের নিশ্চিত করতে হবে যে, মাঠের বাইরে আমরা যাতে আমাদের কাজগুলো ঠিক করি।'

এমএমআর/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।