কোহলিদের নতুন কোচ কারস্টেন

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:০৫ এএম, ০২ জানুয়ারি ২০১৮

কিছুদিন আগেই গুঞ্জন উঠেছিল আইপিএলে কোহলিদের দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দায়িত্ব নিচ্ছেন সাবেক বিশ্বকাপ জয়ী কোচ গ্যারি কারেস্টেন। এমন কি বাংলাদেশ ক্রিকেট দলের দায়িত্ব নিয়ে পারেন এমন খবরও শোনা গিয়েছিল। তবে সব গুঞ্জনের অবসান ঘটিয়ে মেন্টর এবং ব্যাটিং কোচ হিসেবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দলে যোগ দিয়েছেন কারস্টেন।

আইপিএলের আগামী আসরে বোলিং ডিপার্টমেন্টকে চাঙ্গা করতে সদ্যই আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেওয়া আশিষ নেহারাকে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। বোলিং কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন তিনি। আর দলটির প্রধান কোচের দায়িত্ব পালন করবেন নিউজিল্যান্ডের কিংবদন্তি সাবেক স্পিনার ডেনিয়েল ভেট্টোরি।

এর আগে ২০১৫ থেকে দিল্লি ডেয়ারডেভিলসের কোচ হিসেবে কাজ করেছেন কারস্টেন। বর্তমানে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ খেলা দল হোবার্ট হ্যারিকেন্সের সঙ্গে কাজ করছেন তিনি।

উল্লেখ্য, আইপিএলের এগারোতম আসরের জন্য ফ্র্যাঞ্চাইজিগুলো আগামী ৪ জানুয়ারি ধরে রাখা ক্রিকেটারদের তালিকা দেওয়ার শেষ সময় পাচ্ছে। সেটি প্রকাশের পর আগামী ২৭ ও ২৮ জানুয়ারি নিলাম অনুষ্ঠিত হবে।

এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।