দক্ষিণ আফ্রিকায় আনুশকাকে নিয়ে শপিংয়ে কোহলি

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:৪৯ পিএম, ০১ জানুয়ারি ২০১৮

দক্ষিণ আফ্রিকায় কঠিন এক সফরে ভারত। মাঠের লড়াই শুরুর আগে অনুশীলন যেমন চাই, তেমন তো ফুরফুরেও থাকা দরকার। স্ত্রী আনুশকা শর্মাকে নিয়ে তাই শপিংয়ে বেরিয়ে পড়লেন বিরাট কোহলি। নতুন বছরের শুরুতেই নব বিবাহিত দম্পত্তিকে কেউটাউনের শপিং মলে দেখা গেছে রাজ্যের শপিং করতে।

শুক্রবার থেকে শুরু হচ্ছে দক্ষিণ আফ্রিকা ও ভারতের মধ্যকার প্রথম টেস্ট। তার আগে কিছুটা সময় তো হাতে আছে। আর দশজন স্বামীর মত স্ত্রী অানুশকার আবদার মেটাতে তাই বেরিয়ে পড়লেন কোহলি। অনেকটা সময় ঘুরে ঘুরে শপিং করলেন, নতুন বছরে নতুন কিছু না কিনলে কি হয়!

kohli

দীর্ঘদিনের প্রেমের পরিণতি দিয়ে গত ১১ ডিসেম্বর ইতালিতে বিয়ের কাজটাও সেরে ফেলে কোহলি-অানুশকা জুটি। কোহলি খেলার জগতের মানুষ, আনুশকা ফিল্ম পাড়ার। ভারতে ফিরে তাই ক্রিকেট সংশ্লিষ্টদের সঙ্গে বলিউড সেলিব্রেটি-সবারই সংবর্ধনা পেয়েছেন তারা।

নতুন বছরটা দক্ষিণ আফ্রিকাতেই উদযাপন করেছেন এই যুগল। কোহলি সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে তার ফলোয়ারদের নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন।

এমএমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।