তামিমের পাঁচ লক্ষ টাকা জরিমানা

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১১:৪০ এএম, ০১ জানুয়ারি ২০১৮

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) চলাকালীন উইকেট নিয়ে বাজে মন্তব্য করায় তামিম ইকবালকে আগেই কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছিল আগেই। তখনই ধারণা করা হচ্ছিল কঠোর শাস্তি হতে পারে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়কের। অবশেষে কী শাস্তি হচ্ছে, তা ঘোষণা করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। উইকেট নিয়ে বাজে মন্তব্য করায় ৫ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে জাতীয় দলের এই ওপেনারের।

শুধু জরিমানা করাই নয়, তামিম ইকবালকে একই সঙ্গে ভবিষ্যতের জন্য সতর্কও করে দেয়া হয়েছে। উইকেট নিয়ে তামিম যেসব কথা বলেছেন, সেগুলোকে বাংলাদেশ ক্রিকেটের জন্য ক্ষতিকর হিসেবে উল্লেখ করেন বিসিবি সভাপতি। নাজমুল হাসান পাপন বলেন, ‘তামিমের কথাবার্তা বাংলাদেশ ক্রিকেটের জন্য ক্ষতিকর।’

বিপিএলে ঢাকা পর্বে রংপুর রাইডার্সের বিপক্ষে এক ম্যাচে খুবই স্লো এবং লো উইকেটে খেলেন তামিম-মাশরাফিরা। ৯৭ রানে অলআউট হয়ে গিয়েছিল রংপুর। এরপর ওই ম্যাচ জিততে তামিমের কুমিল্লাকেও বেশ বেগ পেতে হয়েছিল। ম্যাচ শেষে উইকেটের সমালোচনা করেন তামিম-মাশরাফি দু’জনই। তবে, তামিম ইকবাল ছিলেন বেশি আক্রমণাত্মক। তার বক্তব্যই বিসিবির খেলোয়াড় আচরণবিধির লঙ্ঘণ বলে তখন থেকেই আলোচিত হচ্ছিল।

এ কারণেই মূলতঃ তামিমকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়। নোটিশের জবাবও দিয়েছেন তামিম। একই সঙ্গে নিজের বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন। তবুও শৃঙ্খলা কমিটি তামিমকে আর্থিক জরিমানা করলেন। যাতে ভবিষ্যতে অন্য কেউ এমন বক্তব্য দেয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে।

আইএইচএস/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।