ক্যারিবীয়দের ১৮৮ রানের বড় লক্ষ্য দিলো নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৩:৫৩ এএম, ২৯ ডিসেম্বর ২০১৭

নেলসনে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের সামনে ১৮৮ রানের বড় লক্ষ্য ছুঁড়ে দিয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড। কলিন মুনরো আর গ্লেন ফিলিপসের জোড়া ফিফটিতে ৭ উইকেটে ১৮৭ রান তুলেছে তারা।

মুনরো ৩৭ বলে করেছেন ৫৩ রান। ৬ চার আর ২ ছক্কায় সাজানো ছিল তার ইনিংসটি। ৪০ বলে ৪ বাউন্ডারি আর ২ ছক্কায় ৫৫ রানের একটি ঝড়ো ইনিংস খেলেছেন ফিলিপসও।

রস টেলর আর মিচেল স্যান্টনারের ছোট দুটি ইনিংসও দলের বড় সংগ্রহে বড় অবদান রেখেছে। ১৩ বলে একটি করে চার-ছক্কায় ২০ রান করে আউট হয়েছেন টেলর। শেষ দিকে ১১ বলে হার না মানা ২৩ রানের একটি ইনিংস আসে স্যান্টনারের উইলো থেকে। ছোট কিন্তু কার্যকর এই ইনিংসে ২টি চার আর ১টি ছক্কা হাঁকিয়েছেন এই অলরাউন্ডার।

ওয়েস্ট ইন্ডিজের পক্ষে ২টি করে উইকেট নিয়েছেন জেরম টেলর আর ক্রেইগ ব্রেথওয়েট। একটি করে শিকার স্যামুয়েল বদ্রি, অ্যাশলি নার্স আর কেসরিক উইলিয়ামসের।

এমএমআর/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।