শ্রীলঙ্কাকে সমীহের চোখে দেখছেন মাহমুদউল্লাহ

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১০:২২ এএম, ২৮ ডিসেম্বর ২০১৭

হোম কন্ডিশনে যে কোনো দলই শক্তিশালী, এটা ভাল করেই জানেন বাংলাদেশ দলের নতুন সহ-অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। বাংলাদেশ যে হোমে শক্তিশালী হয়ে উঠেছে, তাও মানছেন তিনি। তারপরও আসন্ন ত্রিদেশীয় ও এরপর দ্বিপক্ষীয় সিরিজে শ্রীলঙ্কাকে বেশ সমীহ করছেন এই অভিজ্ঞ ক্রিকেটার।

শ্রীলঙ্কাকে নিয়ে মাহমুদউল্লাহ বলেন, 'আপনি যদি হোম কন্ডিশনে খেলেন, তাহলে এটা আপনার একটা বাড়তি পাওয়া। আপনি যদি ওয়ার্ল্ড ক্রিকেটে দেখেন প্রতি টিমই হোম কন্ডিশনে ভাল করে। তো আমরাও ভাল টিম হয়ে উঠছি হোম কন্ডিশনে। কম বেশি সব প্রতিপক্ষ এটা জানে। তবে আমাদের ভাল ক্রিকেট খেলতে হবে । কারণ শ্রীলঙ্কা অনেক ভাল দল। তাই আমাদের ভাল ক্রিকেট খেলাটা জরুরী।'

সামনেই নতুন বছর। নতুন বছরকে নতুন চ্যালেঞ্জ হিসেবে দেখছেন মাহমুদউল্লাহ। তার ভাষায়, 'নতুন বছর নতুন চ্যালেঞ্জ । আমরা সবাই অনুশীলন শুরু করেছি। যে যার মত করে কাজ করছে। কোচিং স্টাফ যারা আছেন তারাও বলছেন যে, এই সিরিজটা কতটা গুরুত্বপূর্ণ আমাদের। শুরুটা ভাল করা দরকার। তার জন্যই আমরা চেষ্টা করে যাচ্ছি। ম্যাচ শুরু হলে বাকিটা বোঝা যাবে।'

বাংলাদেশের সদ্য সাবেক কোচ চন্ডিকা হাথুরুসিংহে এবার থাকবেন প্রতিপক্ষ দলে। বিষয়টা নিশ্চয়ই দুশ্চিন্তার টাইগারদের জন্য। তবে সেটাকে প্রতিবন্ধকতা মানতে নারাজ মাহমুদউল্লাহ। বাংলাদেশ দলের সহ-অধিনায়ক বলেন, 'সত্যি বলতে আমার মনে হয় না প্রতিবন্ধকতা হবে আমাদের। আর এটা নিয়ে কোনো চিন্তাও করছি না আমরা। আমরা যদি আমাদের পরিকল্পনা মত মাঠে খেলতে পারি, ফলাফল হয়তো আমাদের দিকেই থাকবে। আমরা গত কয়েক বছর যা খেলে আসছি, ওরকম ক্রিকেটই খেলবো, ইনশাআল্লাহ।'

এমএএন/এমএমআর/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।